• ঢাকা বৃহস্পতিবার
    ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

বসুন্ধরা সিটিতে সবার জন্য উন্মুক্ত বিশ্বকাপ ট্রফি

প্রকাশিত: আগস্ট ৯, ২০২৩, ০৭:৫২ পিএম

বসুন্ধরা সিটিতে সবার জন্য উন্মুক্ত বিশ্বকাপ ট্রফি

ছবি: সংগৃহীত

ক্রীড়া ডেস্ক

বিশ্বভ্রমণের অংশ হিসেবে বাংলাদেশে রয়েছে ওয়ানডে বিশ্বকাপ ট্রফি। এই মুহূর্তে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে বৈশ্বিক টুর্নামেন্টের শিরোপাটি। রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে সকাল ১১টা থেকে শুরু হয়ে রাত ৮ টা পর্যন্ত চলবে এই উন্মুক্ত প্রদর্শনী।

বুধবার (৯ আগস্ট) সকাল ১১টার পর থেকে কাঙ্খিত ট্রফিটি দেখতে বসুন্ধরা শপিংমলে ভিড় করেন অসংখ্য ক্রিকেটপ্রেমীরা। তাদের কথা বিবেচনা করেই ট্রফিটি উন্মুক্ত রাখা হবে দীর্ঘ ৯ ঘণ্টা।

ট্রফি দেখার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, নির্দিষ্ট একটি দূরত্বে থেকে ভক্তরা বিশ্বকাপ শিরোপার সঙ্গে ছবি তুলতে পারবেন। এজন্য কোনো টিকিট লাগবে না। অধিক সংখ্যক মানুষকে ট্রফি দেখা ও ছবি তোলার সুযোগ করে দিতেই বসুন্ধরা শপিং কমপ্লেক্সে ট্রফি প্রদর্শনের সিদ্ধান্ত নেয়া হয়।

এর আগে বাংলাদেশে বিশ্বকাপ ট্রফির তিন দিনের সফরের প্রথম দিনে সোমবার (৭ আগস্ট) পদ্মা সেতুর মাওয়া প্রান্তের ১ নাম্বার পিলারের পাশে উন্মুক্ত করা হয়। সে দিন বিকেল সাড়ে ৪টায় শুরু হয়েছিল বিশ্বকাপ ট্রফির আনুষ্ঠানিক ফটোসেশন।

শুরুতে হেলিকপ্টারে আসার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে বিমানবন্দর থেকে সড়ক পথে পদ্মা সেতুতে নিয়ে যাওয়া হয় বিশ্বকাপ ট্রফি। সকাল থেকে শুরু হওয়া বৃষ্টি ও মেঘলা আকাশের কারণে নির্ধারিত সময় ৩ টার পরিবর্তে বেলা সাড়ে ৪টায় শুরু হয় ফটোসেশন। অনেক জল্পনা-কল্পনা শেষে বৃষ্টি উপেক্ষা করেই শেষ হয় প্রথমদিনের বিশ্বকাপ ট্রফির কার্যক্রম।

এরপর মঙ্গলবার (৮ আগস্ট) সকালে বিশ্বকাপ ট্রফির দ্বিতীয় দিনে ফটোসেশন চলে হোম অব ক্রিকেট মিরপুর স্টেডিয়ামে। সকাল ৮টা ৩৭ মিনিটে মিরপুরে ট্রফি আসলেও ফটোসেশন শুরু হয় ৯ টা ৪০ মিনিটে। ওইদিন শুরুতে বাংলাদেশ জাতীয় পুরুষ ক্রিকেট দল স্টেডিয়ামের মাঠেই ফটোসেশন করেন। পরে নারী ক্রিকেট দল, বর্তমান ও সাবেক ক্রিকেটার, অফিসিয়াল, সংগঠক ও গণমাধ্যমের জন্য ট্রফিটি উন্মুক্ত করা হয়েছিল।

বুধবার (৯ আগস্ট) বিশ্বকাপ ট্রফির বাংলাদেশ ভ্রমণের শেষ দিন। বসুন্ধরা সিটিতে সকাল থেকে রাত পর্যন্ত জনসাধারণ ট্রফিটি দেখার পরে ট্রফিটি চলে যাবে কুয়েতে।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

আর্কাইভ