• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

এশিয়া কাপের আগেই বিশ্বকাপ স্কোয়াড!

প্রকাশিত: আগস্ট ৭, ২০২৩, ০২:০৮ এএম

এশিয়া কাপের আগেই বিশ্বকাপ স্কোয়াড!

ছবি: সংগৃহীত

ক্রীড়া ডেস্ক

এশিয়া কাপের বাকি ২৪ দিন। আর বিশ্বকাপ শুরু হচ্ছে অক্টোবরের ৫ তারিখ। দুই টুর্নামেন্টের সময় ঘনিয়ে এলেও এখন পর্যন্ত দল ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ধারণা করা হচ্ছিল, এশিয়া কাপের পারফর্ম্যান্সের ভিত্তিতেই দেখেই বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করবে বিসিবি।

তবে, শেষ পর্যন্ত তা আর হচ্ছে না। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি’র বেঁধে দেয়া তারিখ অনুযায়ী, এশিয়া কাপের আগেই দল ঘোষণা করতে হচ্ছে বাংলাদেশকে। সবশেষ ঘোষণায়, ২৯ আগস্ট দলগুলোকে প্রাথমিক স্কোয়াড চূড়ান্ত শেষদিন নির্ধারণ করে দিলো বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

তবে প্রাথমিক সেই স্কোয়াডে পরিবর্তন আনার সুযোগ থাকছে দলগুলোর জন্য। সাপোর্ট পিরিয়ড পর্যন্ত পরিবর্তন আনা যাবে এই স্কোয়াডে। সাপোর্ট পিরিয়ড শেষ হবে বিশ্বকাপ শুরুর এক সপ্তাহ আগে।

রোববারের বিবৃতিতে আইসিসি জানিয়েছে, সাপোর্ট পিরিয়ড শুরু হওয়ার ৩০ দিন আগে প্রাথমিক দল ঘোষণার নিয়ম। সাপোর্ট পিরিয়ড টুর্নামেন্ট শুরুর এক সপ্তাহ আগে থেকে কার্যকর হয়। সাপোর্ট পিরিয়ড শুরু হওয়ার আগে কোনো অনুমতি ছাড়াই বোর্ডগুলো প্রাথমিক দলে পরিবর্তন আনতে পারবে। এর পরে পরিবর্তন আনতে হলে আইসিসির টেকনিক্যাল কমিটির অনুমোদন প্রয়োজন হবে।

চলতি বছরের ৫ অক্টোবর ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে পর্দা উঠবে বিশ্বকাপের । সেই হিসেবে ২৭ সেপ্টেম্বরের আগ পর্যন্ত দলে যেকোনো সময় পরিবর্তন আনতে পারবে দলগুলো। আর ২৮ সেপ্টেম্বর থেকে দলে কোনো পরিবর্তন আনতে হলে নিতে হবে আইসিসির টেকনিক্যাল কমিটির অনুমোদন।

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ। সাকিব-তামিমরা বিশ্বকাপের ছয়টি ভেন্যুতে খেলবে নিজেদের ম্যাচগুলো। ৯ ম্যাচের মধ্যে দুইটি করে ম্যাচ খেলবে কলকাতা, ধর্মশালা ও পুনেতে। এছাড়া একটি করে ম্যাচ খেলবে, মুম্বাই, চেন্নাই ও দিল্লিতে।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ