• ঢাকা সোমবার
    ২৫ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১

কেইনকে পেতে ডেডলাইন বেঁধে দিল বায়ার্ন

প্রকাশিত: আগস্ট ৫, ২০২৩, ০৩:২০ এএম

কেইনকে পেতে ডেডলাইন বেঁধে দিল বায়ার্ন

ছবি: সংগৃহীত

ক্রীড়া ডেস্ক

হ্যারি কেইনের প্রতি বায়ার্ন মিউনিখের আগ্রহ বেশ কিছুদিন ধরে। কিন্তু এখনও টটেনহ্যামের পক্ষ থেকে কোনো সাড়া পাচ্ছে না জার্মান ক্লাবটি। এবার ইংলিশ তারকার জন্য ডেডলাইন বেঁধে দিল তারা।

ডেডলাইন অনুযায়ী আগামী ২৪ ঘণ্টার মধ্যে টটেনহ্যামের কাছ থেকে সিদ্ধান্ত চায় বায়ার্ন। এই সময়ের মধ্যে টটেনহ্যাম সাড়া না দিলে সিদ্ধান্ত বদলাবে বাভারিয়ানরা। খবর ফ্যাব্রিজিও রোমানোর।

হ্যারি কেইন, গত এক দশক ধরে নিজের কাজটা ঠিকঠাক করে যাচ্ছেন এই স্ট্রাইকার। তবুও এখনও কোনো শিরোপার মুখ দেখেননি, দুর্ভাগাই বলতে হয় টটেনহ্যাম হটস্পারের এই ইংলিশ ফুটবলারকে।

২০১০-১১ মৌসুম থেকে শুরু। হ্যারি কেইন এখনও আছেন টটেনহ্যামে। মাঝে দুয়েকটা ক্লাবে ধারে খেলতে গেলেও টটেনহ্যামই তার আসল ঘর। ২০১৩-১৪ মৌসুম থেকে লিগে প্রতিবারই ২০টির বেশি গোল করছেন তিনি। ক্লাব ও জাতীয় দল; সব মিলিয়ে এখন পর্যন্ত ৫৮২ ম্যাচে ৩৫১ গোল করেছেন কেইন, যার মধ্যে জাতীয় দলে ৮২ ম্যাচে তার গোল ৫৫টি। কিন্তু তাতেও মেলেনি দলীয় সাফল্য, দলগতভাবে ব্যর্থ ইংল্যান্ড জাতীয় দলেও।

হ্যারি কেইনের সামনে প্রথম ট্রফি জেতার সুবর্ণ সুযোগ এসেছিল ২০১৪-১৫ মৌসুমে। সেবার কারাবো কাপের ফাইনালে উঠেছিল স্পার্সরা। কিন্তু চেলসির কাছে ২-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া হয় তাদের। টটেনহ্যাম কারাবো কাপের ফাইনালে উঠেছিল ২০২০-২১ মৌসুমেও, সেবার তারা হারে ম্যানচেস্টার সিটির কাছে।

No description available.

ইউরোপিয়ান ক্লাবগুলোর জন্য চির আরাধ্য ট্রফি চ্যাম্পিয়ন্স লিগ। সেখানেই শিরোপার অভাব ঘুচানোর সুযোগ এসেছিল কেইনের সামনে। ২০১৮-১৯ মৌসুমে স্বপ্নের এক যাত্রা শেষে ফাইনালে লিভারপুলের কাছে হারে তারা। বারবার দলীয় ব্যর্থতার পর ভাগ্য বদল করতে কেইনও এখন ক্লাব ছাড়তে চান। তবে সবকিছু নির্ভর করছে টটেনহ্যাম চেয়ারম্যান ড্যানিয়েল লেভির ওপর। তিনি চাইলেই কেবল কেইন দলবদল করতে পারবেন।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

আর্কাইভ