• ঢাকা শনিবার
    ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৪ পৌষ ১৪৩১

ইতিহাসের প্রথম ইউরো জেতার পথে ইংলিশদের বাধা দুই ম্যাচ!

প্রকাশিত: জুলাই ৪, ২০২১, ০৩:৫০ এএম

ইতিহাসের প্রথম ইউরো জেতার পথে ইংলিশদের বাধা দুই ম্যাচ!

প্রতীক ওমর

১৯৯৬ সালের পর ইউরোর কোয়ার্টার ফাইনালে পৌছে গেলো ইংল্যান্ড। ইউক্রেনকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। গোলবন্যার ম্যাচে জোড়া গোল করেছেন অধিনায়ক হ্যারি কেইন। একটি করে গোল করেছেন জর্ডান হেন্ডারসন ও হ্যারি ম্যাগুয়ার। চারটা গোলের তিনটিই এসেছে সেটপিস থেকে, হেডের মাধ্যমে। ইতিহাসের প্রথম ইউরো জেতার পথে ইংলিশদের বাধা আর মাত্র দুই ম্যাচ!
কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে ইতালির রাজধানী রোমের অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচের ৪ মিনিটে বামদিক থেকে রহিম স্টার্লিংয়ের ডিফেন্স চেড়া পাস বক্সের মধ্যে পেয়ে যান হ্যারি কেন। তার সামনে ছিলেন ইউক্রেনের গোলরক্ষক জিওর্জি বুসচান। হ্যারির নেওয়া শট তার বুকে লেগেও জালে জড়ায়। লিড নেয় ইংল্যান্ড।
এই গোলের মধ্যদিয়ে পর পর দুই ম্যাচে গোল পেলেন ইংলিশ অধিনায়ক। এটি ছিল ইংল্যান্ডের জার্সি গায়ে ৫৯তম ম্যাচে তার ৩৬তম গোল। হ্যারির গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধের খেলা শেষ করে গ্যারেথ সাউথগেটের শিষ্যরা।
বিরতির পর পরই ব্যবধান দ্বিগুণ করেন হ্যারি মাগুইর। ম্যাচের ৪৬ নিনিটে ফ্রি কিক পায় ইংল্যান্ড। ফ্রি কিক থেকে উড়ে আসা বলে বক্সের মধ্যে লাফিয়ে উঠে হেড করে গোল দেন মাগুইর।
৫০ মিনিটের মাথায় নিজের জোড়া গোল পূর্ণ করেন অধিনায়ক হ্যারি কেন। লুক শ ক্রসে বল বাড়িয়ে দেন বক্সের মধ্যে। হেড করে বল জালে জড়ান হ্যারি। এই গোলে ইংল্যান্ড এগিয়ে যায় ৩-০ ব্যবধানে। এর মধ্য দিয়ে ইংল্যান্ডের প্রথম কোনো খেলোয়াড় হিসেবে ইউরোর নকআউট পর্বে জোড়া গোল করার নজির গড়লেন কেন।
৬১ মিনিটের মাথায় হ্যাটট্রিক পেয়েই গিয়েছিলেন হ্যারি। কিন্তু বক্সের বাইরে থেকে তার নেওয়া দুর্দান্ত একটি শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন ইউক্রেনের গোলরক্ষক বুসচান। অবশ্য এই কর্নার থেকে উড়ে আসা বলে হেড দিয়ে জালে জড়ানোর মধ্য দিয়ে ইংলিশদের হয়ে প্রথম গোল করলেন জর্ডান হেন্ডারসন। তাতে ইংল্যান্ড এগিয়ে যায় ৪-০ ব্যবধানে।
বাকি সময়ে অবশ্য আর কোনো গোল পায়নি ইংল্যান্ড। এর মধ্য দিয়ে চলতি ইউরোতে পাঁচ ম্যাচে মাঠে নেমে ৮ গোল করলো ইংল্যান্ড। পক্ষান্তরে একটি গোলও হজম করেনি তারা। সেমিফাইনালে আগামী মঙ্গলবার দিবাগত রাতে ঘরের মাঠ ওয়েম্বলিতে তারা ডেনমার্কের মুখোমুখি হবে। এখন দেখার বিষয় রূপকথার জন্ম দিয়ে সেমিফাইনালে পৌঁছানো ডেনমার্ককে থামিয়ে প্রথমবারের মতো ইউরোর ফাইনালে উঠতে পারে কিনা ইংলিশরা।
আহাদ/ 

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ