• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

রূপকথার ডেনিশরা এখন সেমিতে

প্রকাশিত: জুলাই ৪, ২০২১, ০৩:০৬ এএম

রূপকথার ডেনিশরা এখন সেমিতে

প্রতীক ওমর


ইউরোতে ডেনিশ রূপকথা চলছেই। চলমান ইউরোতে প্রথম দুই ম্যাচ হেরেও শেষ ষোলোতে উঠেছিল ডেনমার্ক। দ্বিতীয় রাউন্ডে ওয়েলসকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনাল। এবার শনিবার (৩ জুলাই) রাতে কোয়ার্টার ফাইনালে চেকপ্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়ে ২৯ বছর পর সেমিফাইনালে পৌঁছে গেছোই ডেনিশরা। চেক প্রজাতন্ত্র বিদায় নিয়েছে কোয়ার্টার ফাইনাল থেকেই।
এদিন ম্যাচে ডেনিশদের হয়ে গোল করেছেন টমাস ডেলেনি ও ক্যাসপার ডলবার্গ। চেক প্রজাতন্ত্রের হয়ে একমাত্র গোলটি করেন পাত্রিক শিকের! প্রথম থেকেই দুর্দান্ত ফুটবল খেলা শুরু করে দুই দল। আক্রমণ-প্রতি আক্রমণে ভরপুর একটা ম্যাচ শুরু হয় প্রথম থেকেই। সেমিফাইনালে ইংল্যান্ড-ইউক্রেন ম্যাচের বিজয়ী দলের বিপক্ষে খেলবে ডেনমার্ক। 
ইউরোতে একবারই ১৯৯২ সালে চ্যাম্পিয়ন হয়েছিল ডেনমার্ক। এরপর একবার তারা ইউরো খেলার যোগ্যতাই অর্জন করতে পারেনি। 
এদিন ম্যাচে আজারবাইজানের বাকু অলিম্পিক স্টেডিয়ামে ৫ মিনিটেই এগিয়ে যায় ডেনমার্ক। কর্নার থেকে জেন্স স্ট্রেইজারের ক্রসে হেড দিয়ে বল জালে জড়ান থমাস ডিলানি। বিরতিতে যাওয়ার আগেই ব্যবধান দ্বিগুণ করে ডেনিশরা। ৪২ মিনিটের সময় জোয়াকিম মায়েহলের ক্রস থেকে গোল করেন কাসপার ডোলবার্গ। তাতে ২-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় ডেনমার্ক।
বিরতি থেকে ফিরেই একটি গোল শোধ দেয় চেক প্রজাতন্ত্র। ম্যাচের ৪৯ মিনিটে ভ্লাদিমির কাউফলের ক্রস থেকে গোল করেন প্যাট্রিক চিক। এর মধ্য দিয়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় তারা। বাকি সময়ে উভয় দল বেশি কিছু সুযোগ তৈরি করলেও সেগুলো থেকে গোল আদায় করে নিতে পারেনি। তাতে করে ২-১ ব্যবধানের জয়ে ডেনমার্ক পৌঁছে যায় সেমিফাইনালে। 
আহাদ/ 

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ