• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

তাসকিনের দুই উইকেট, জিতলো বুলাওয়ে

প্রকাশিত: জুলাই ২৭, ২০২৩, ০৩:৪৭ এএম

তাসকিনের দুই উইকেট, জিতলো বুলাওয়ে

ক্রীড়া ডেস্ক

জিম আফ্রো টি-টেন লিগে মাঠে নেমেই জয়ের স্বাদ পেলেন তাসকিন আহমেদ। বুধবার কেপটাউন স্যাম্প আর্মির বিপক্ষে ম্যাচে বরাবরের মতো বল হাতে আগুন ঝরিয়েছেন টাইগার এই পেসার। এদিন ২ ওভার বল করে ২৫ রান দিয়ে ২ উইকেট শিকার করে নিজের বোলিং কোটা পূরণ করেন তাসকিন।

শুরুতে রহমানউল্লাহ গুরবারের কাছে চার বা ছয় হজম করলেও সেই ব্যাটারকেই ফিরিয়েছেন তাসকিন। ৪৫ রান করা গুরবাজ ও পরে রানের খাতা খোলার আগেই ম্যাথু ব্রিজকেকে আউট করেন এই পেসার।

১২৬ রানের টার্গেটে খেলতে নেমে দারুণ শুরু করেন কেপটাউনের দুই ওপেনার তাদিওয়ানাশে মারুমানি এবং রহমানউল্লাহ গুরবাজ। বিনা উইকেটেই আসে ৬৫ রান। ম্যাচটা যখন প্রায় নাগালের বাইরে, তখনই এক ওভারে দুই উইকেট নিয়ে বুলাওয়েকে ম্যাচে ফেরান তাসকিন। এরপরেই ম্যাচে লাগাম টেনে ধরেন বুলাওয়ের বোলাররা। শেষ পর্যন্ত নির্ধারিত ১০ ওভারে কেপটাউনের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ১২২ রান।

এর আগে ব্যাট করতে নেমে ইনোসেন্ট কাইয়ার ৫২ আর ব্যু ওয়েবস্টারের ২৩ রানের সুবাদে ১০ ওভারে ১২৫ রানের বড় পুঁজি দাঁড় করায় বুলাওয়ে ব্রেভস।

এই জয়ের পর ৭ ম্যাচ শেষে পয়েন্ট তালিকার তিনে আছে তাসকিনের বুলাওয়ে। আর সমান ম্যাচ খেলে টেবিলের শীর্ষে আছে কেপটাউন

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ