• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

বিশ্বকাপে কপিলের ফেভারিট ভারত তবে..

প্রকাশিত: জুলাই ২৬, ২০২৩, ১০:৪০ পিএম

বিশ্বকাপে কপিলের ফেভারিট ভারত তবে..

ক্রীড়া ডেস্ক

আর কয়েক মাস পরে ভারতের মাটিতে শুরু হতে চলেছে ক্রিকেট বিশ্বকাপ। ঘরের মাঠে ভারতকে ভাল কিছু করতে হলে আগে প্রত্যাশার চাপ সামলাতে হবে বলে মনে করেন সাবেক অধিনায়ক কপিল দেব।

প্রথম বিশ্বকাপ জয় যে কিংবদন্তি ভারত অধিনায়কের হাত ধরে এসেছিল, সেই কপিল মঙ্গলবার বেঙ্গালুরুতে সাংবাদিকদের বলেন, ‘‘আমি জানি না, বিশ্বকাপে কী ঘটতে চলেছে। ভারতের দল নির্বাচন তো এখনও হয়নি। শুধু এইটুকু জানি, ঘরের মাঠে ভারত বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার হিসেবেই নামবে। বহু বছর ধরে সেটাই হয়ে আসছে।’’

৫ অক্টোবর থেকে ভারতে বসছে বিশ্বকাপের আসর। ঘরের মাঠে, সেই ২০১১ সালে মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। কপিল মনে করেন, চাপ সামলানোটা বড় পরীক্ষা হবে ভারতের। সাবেক অলরাউন্ডার কপিল আরও বলেছেন, ‘‘সব কিছু নির্ভর করবে একটা ব্যাপারের উপরে। সেটা হল, সব দিক থেকে আসা প্রত্যাশা কী ভাবে সামলায় দলটা।’’

কপিল আরও বলেছেন, ‘‘ঘরের মাঠে আমরা একবার বিশ্বকাপ জিতেছি। আমি নিশ্চিত, যারা দলে সুযোগ পাবে, তাদের ক্ষমতা থাকবে ভারতকে আরও একবার বিশ্বকাপ এনে দেওয়ার। চার বছর অন্তর বিশ্বকাপ ফিরে আসে। আশা করব, ভারতীয় ক্রিকেটাররা তৈরি থাকবে নিজেদের সেরাটা দেওয়ার জন্য।’’

কপিলের কথায়, ‘‘আমাদের সময় ছবিটা অন্য রকম ছিল। এত ক্রিকেট হত না। এখন তো ক্রিকেটাররা প্রায় ১০ মাস ক্রিকেট খেলছে। তাই চোট-আঘাত থেকে দূরে থাকতে হলে ক্রিকেটারদের শরীরের উপরে বেশি নজর দিতেই হবে।’’ যোগ করেন, ‘‘প্রত্যেকের শরীর এক-এক রকমের। প্রত্যেকের নিজস্ব ফিটনেস-রুটিন থাকা উচিত।’’

এ বারের বিশ্বকাপে খেলতে দেখা যাবে না ওয়েস্ট ইন্ডিজকে। যা নিয়ে কপিলের মন্তব্য, ‘‘ওয়েস্ট ইন্ডিজকে বিশ্বকাপে না দেখাটা সত্যিই কষ্টের। একটা ৫০ ওভারের প্রতিযোগিতায় ওয়েস্ট ইন্ডিজ খেলতে পারছে না, এটা ভাবা যায় না। এত সব বিশাল মাপের ক্রিকেটার ওখান থেকে বেরিয়েছে। আমি জানি না, ওদের সমস্যা কী। তবে আশা করব, আবার ওরা ফিরে আসবে।’

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ