• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

রাজার তাণ্ডবে তাসকিনদের জয়

প্রকাশিত: জুলাই ২৫, ২০২৩, ০৬:৫৮ পিএম

রাজার তাণ্ডবে তাসকিনদের জয়

ক্রীড়া ডেস্ক

জিম আফ্রো টি-টেন লিগে দারুণ ছন্দে আছেন টাইগার পেসার তাসকিন আহমেদ। গতকালকের আগে তিন ম্যাচে ৩৬ রান দিয়ে শিকার করেছিলেন ৫টি উইকেট। সর্বশেষ ম্যাচে যদিও একটু খরুচে ছিলেন। ২২ রান দিয়ে তুলে নিয়েছেন একটি উইকেট। অবশ্য টাইগার স্পিডস্টারের এমন পারফরম্যান্সের ম্যাচে তার দল বুলাওয়ে ব্রেভস জিতেছে ৭ উইকেটে। 

মূলত বুলাওয়েকে জিতিয়েছেন সিকান্দার রাজা। প্রতিপক্ষ হারারে হারিকেন্সের বোলারদের ওপর তাণ্ডব চালিয়ে টুর্নামেন্টটির ইতিহাসে দ্রুততম ফিফটির রেকর্ড (মাত্র ১৫ বলে) গড়েছেন জিম্বাবুইয়ান তারকা এই অলরাউন্ডার। আগের দ্রুততম ফিফটির রেকর্ডটি ছিল টিম সাইফার্টের, ১৭ বলে। শেষ পর্যন্ত ৫ চার ও ৬ ছক্কায় মাত্র ২১ বলে ৭০ রান করেছেন রাজা। 

সোমবার টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ইয়ন মরগানের হারারে হারিকেন্স নির্ধারিত ১০ ওভারে তুলেছিল ১৩৪ রান। টার্গেট তাড়া করতে নেমে ৫ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে তাসকিন-রাজার বুলাওয়ে। 

ইনিংসের প্রথম ওভারেই আক্রমণে এসেছিলেন তাসকিন। দুই চারের মারে দেন ৯ রান। এরপর নিজের কোটার শেষ ওভার করতে এসে তিন চারে দেন আরও ১৩ রান। তবে এই ওভারেই ফিরিয়েছেন হারারে অধিনায়ক মরগানকে। আগের ম্যাচগুলোর পরিসংখ্যান ঘাটলে তাসকিনকে এদিন খরুচেই মনে হবে কিছুটা। তবে দশ ওভারের ম্যাচে ২ ওভারে ১ উইকেট নিয়ে ২২ রান পরিস্থিতি অনুযায়ী খুব বেশি খরুচেও বলা যাবে না। 

টার্গেট তাড়া করতে নেমে শুরুতে বেন ম্যাকডারমটকে হারালেও রাজার বিধ্বংসী ব্যাটিংয়ে জয়ের দিকে এগোতে থাকে বুলাওয়ে। জয় থেকে ২ রান দূরে থাকতে রাজা আউট হলেও বাকি কাজ সহজেই সারেন চারে নামা বিউ ওয়েবস্টার। 

৫ ম্যাচে ২ জয়ে দলটির পয়েন্ট ৪। কেপ টাউন সাম্প আর্মি ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে, ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে ডারবান কালান্দার্স।

 

বিএস/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ