• ঢাকা শুক্রবার
    ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

বৃষ্টিতে পঞ্চম দিনের খেলা হলো না, সিরিজ ভারতের

প্রকাশিত: জুলাই ২৫, ২০২৩, ০২:১৭ পিএম

বৃষ্টিতে পঞ্চম দিনের খেলা হলো না, সিরিজ ভারতের

ক্রীড়া ডেস্ক

দুই দলের সামনেই সুযোগ ছিল। জয়ের সুযোগ। কিন্তু বৃষ্টি চেষ্টাই করতে দিল না। দ্বিতীয় টেস্ট জিততে ভারতের দরকার ছিল ৮ উইকেট। অন্য দিকে ওয়েস্ট ইন্ডিজ়কে করতে হত ২৮৯ রান। কিন্তু এক বলও হল না ত্রিনিদাদের কুইনস্‌ পার্ক ওভালে। সারা দিন ধরে বৃষ্টি হল। তার ফলে ভেস্তে গেল পঞ্চম দিনের খেলা। ড্র করেই সন্তুষ্ট থাকতে হল দু’দলকে। পয়েন্ট ভাগাভাগিতেই সন্তুষ্ট থাকতে হল তাদের।

২০২৩-২৫ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত এই সিরিজ়ে প্রথম টেস্ট জিতে পুরো ১২ পয়েন্ট পেয়েছিল ভারত। কিন্তু দ্বিতীয় টেস্ট ড্র হওয়ায় দু’দলই ৪ পয়েন্ট করে পেল। ফলে ভারতের পয়েন্ট হল ১৬। অন্য দিকে ওয়েস্ট ইন্ডিজ়ের পয়েন্ট ৪।

শুধু পঞ্চম দিন নয়, বৃষ্টির জেরে শেষ তিন দিন ভুগতে হয়েছে রোহিতদের। তৃতীয় ও চতুর্থ ইনিংসে বৃষ্টিতে প্রায় ৩০ ওভার করে খেলা নষ্ট হয়েছে। তার পরেও খেলার ফল হতে পারত। এই পরিস্থিতি ভারতই তৈরি করেছিল। চতুর্থ দিন প্রথমে মাত্র ৭.৪ ওভারে ওয়েস্ট ইন্ডিজ়ের প্রথম ইনিংস শেষ করে দেন ভারতীয় পেসারেরা। পরে ২৪ ওভারে ১৮১ রান করে ডিক্লেয়ার করে দেয় ভারত।

পঞ্চম দিন খেলার আগে থেকেই বৃষ্টি পড়ছিল। ফলে হোটেল থেকে দেরিতে মাঠে যায় দু’দল। তত ক্ষণে খেলা শুরুর সময় পেরিয়ে গিয়েছে। বৃষ্টির জন্য লাঞ্চ বিরতি নির্ধারিত সময়ের আগেই দিয়ে দেওয়া। একটা সময় বৃষ্টি থেমেছিল। কিন্তু মাঠে পানি জমে থাকায় খেলা শুরু হতে দেরি হয়। মাঠকর্মীরা অনেক চেষ্টা করেন। কিন্তু খেলা শুরুর আগে আবার বৃষ্টি শুরু হয়। শুধু তাই নয়, মেঘ গর্জন করতে থাকে। ফলে দু’দলের অধিনায়কের সঙ্গে কথা বলে খেলা ড্র ঘোষণা করেন আম্পায়ারেরা। প্রথম টেস্ট ইনিংস ও ১৪১ রানে জিতেছিল ভারত। সেই সুবাদে ১-০ ব্যবধানে সিরিজ় জিতলেন রোহিতেরা।

 

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ