• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

দুই গোলে পিছিয়ে পড়ওে রিয়ালের জয়

প্রকাশিত: জুলাই ২৫, ২০২৩, ১২:১২ এএম

দুই গোলে পিছিয়ে পড়ওে রিয়ালের জয়

ক্রীড়া ডেস্ক

ইউরো ফুটবলে মৌসুম এখনো  শুরু হয়নি। চলছে প্রস্তুতি পর্ব। সে সঙ্গে পরীক্ষা-নিরীক্ষা। অনুশীলন ম্যাচের মাধ্যমে নতুনদের কৌশলের সঙ্গে মানিয়ে নিতে সহায়তা করার সুযোগ। রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তির মনোযোগও ছিল সেদিকে। মিডফিল্ডার জুড বেলিংহ্যাম, স্ট্রাইকার জোসেলু, দলে ফিরে আসা ব্রাহিম দিয়াজদের তাই সুযোগ দিয়েছিলেন রিয়াল কোচ।

বেঞ্চে ছিলেন ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো গোয়েস, লুকা মডরিচরা। এসি মিলানের বিপক্ষে প্রথমার্ধে আনচেলত্তির দল সুবিধা করতে পারেনি। দুই গোল হজম করতে হয় তাদের। তারপরও জয় নিয়ে মাঠ ছেড়েছে তারা। লীগ ফুটবলে প্রতিপক্ষের প্রতি পাঠিয়েছে সতর্ক সংকতে।

০-২ ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরু করে রিয়াল। ভিনি, রদ্রিগো, ভালভার্দের জুটি দাঁড় করানো হয়। মডরিচ-চুয়ামেনিরা নামেন মাঠে। তাতে বদলে যায় রিয়াল মাদ্রিদ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আগুন ঝরানো ফুটবল খেলেছেন ভিনিসিয়াস জুনিয়র। জোড়া গোল করেছেন ভালভার্দে। গোলে সহায়তা দিয়েছেন রদ্রিগো। এতে প্রাক মৌসুম দুর্দান্ত কামব্যাকে শুরু করেছে লস ব্লাঙ্কোসরা। শেষ দিকে ভিনিসিয়াসের গোলে ৩-২ ব্যবধানের জয়ে মাঠ ছেড়েছে তারা।

ম্যাচের ২৫ ও ৪২ মিনিটে গোল করে লিড নেয় এসি মিলান। আট বদল এনে দ্বিতীয়ার্ধ শুরু করে লস ব্লাঙ্কোসরা। ৫৭ মিনিটে প্রথম সাফল্য পায় স্প্যানিশ ক্লাবটি। রদ্রিগোর বল ধরে গোল করেন ভালভার্দে। দুই মিনিট পরেই আবার ভালভার্দে গোল করে দলকে সমতায় ফেরান।  

এরপর শুরু হয় রিয়ালের জয় তুলে নেওয়ার লড়াই। একের পর এক ড্রিবলিং, গতির ঝলক দেখাতে শুরু করেন ভিনিসিয়াস। তাদের আক্রমণে ত্রস্ত হয়ে পড়ে এসি মিলান। শেষ পর্যন্ত ৮৪ মিনিটে গোলের দেখা পান ব্রাজিলিয়ান তরুণ ভিনি। তাকে গোল করান বুড়ো মডরিচ। জয় নিয়ে মাঠ ছাড়ে লস ব্লাঙ্কোসরা।

আর্কাইভ