• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

নারী বিশ্বকাপে মেসির দেশের নাজুক অবস্থা

প্রকাশিত: জুলাই ২৪, ২০২৩, ০৯:৩০ পিএম

নারী বিশ্বকাপে মেসির দেশের  নাজুক অবস্থা

ক্রীড়া ডেস্ক

আনন্দে ভাসছেন লিওনেল মেসি। পার করছেন দূর্দান্ত সময়। একের পর এক আন্তর্জাতিক ট্রফি যোগ হয়েছে তার ক্যারিয়ারে। সর্বশেষ জয় করেছেন বিশ্বকাপ। তার অধিনায়কত্বে ৩৬ বছর বিশ্বকাপ জয় না করার ব্যর্থতা ঘুচিয়েছে আর্জেন্টিনা। কিন্তু তার দেশের নারী ফুটবলের অবস্থা নাজুক। লজ্জারও বলা যায়। শিরোপা তো দূরের কথা বিশ্বকাপে এ পর্যন্ত জয়ের সঙ্গে তাদের সাক্ষাতই হয়নি। এর আগে তিনবার ফিফা নারী বিশ্বকাপে অংশ নিয়েছে আর্জেন্টিনা। একটা ম্যাচেও তারা জয়ের মুখ দেখেনি।। বিব্রতকর এই রেকর্ডে মেক্সিকোও আছে আর্জেন্টিনার সঙ্গে। তবে এবারের আসরে মেক্সিকো খেলছে না। আর্জেন্টিনার সামনে প্রথম জয় তুলে অনাকাঙ্ক্ষিত রেকর্ড থেকে বের হওয়ার সুযোগ যেমন আছে, তেমনি এবারও জয় না পেলেও রেকর্ডটা এককভাবে নিজেদের নামের পাশে বসে যাওয়ার ঝুঁকিও আছে।

প্রথম ম্যাচের পর আপাতত ঝুঁকির দিকেই হেলেছে আর্জেন্টিনা নারী দল। বিশ্বকাপে আজ নিজেদের প্রথম ম্যাচে ইতালির কাছে ১-০ গোলে হেরে গেছে আর্জেন্টিনা। ৮৬ মিনিটে ইতালির হয়ে জয়সূচক গোল করেন ক্রিস্টিনা গিরেল্লি।

বিশ্বকাপে প্রথমবার জয়ের স্বাদ পেতে এখনো দুটি সুযোগ আছে আর্জেন্টিনার। ‘জি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ সুইডেন ও দক্ষিণ আফ্রিকা। এরই মধ্যে দক্ষিণ আফ্রিকাকে ২-১ গোলে হারিয়েছে সুইডেন।

আজ অকল্যান্ডের ইডেন পার্কে আর্জেন্টিনা-ইতালি ম্যাচে ফেবারিট ছিল ইউরোপীয় দলটিই। আর্জেন্টিনার মতো ইতালিও চতুর্থবার বিশ্বকাপ খেলতে এসেছে। ফিফা র‍্যাঙ্কিংয়ের ১৬ নম্বরে থাকা ইতালিকে ‘জি’ গ্রুপের শীর্ষ দুই দলের একটি ধরা হচ্ছে। তবে আর্জেন্টাইনদের বিপক্ষে গোল পেতে হিমশিম খেতে হয়েছে তাদের।

প্রথমার্ধে দুবার বল জালে জড়ালেও দুটিই অফসাইডের কারণে বাতিল হয়ে গেছে। শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত গোলটি আসে বদলি নামা গিরেল্লির মাথা হয়ে। ডান পাশ থেকে বোয়াতিনের উঁচু করে বাড়ানো বল গোলমুখে লাফিয়ে মাপা হেডে জালে জড়ান জুভেন্টাসে খেলা গিরেল্লি। ৩৩ বছর বয়সী এই স্ট্রাইকার গোলের ৪ মিনিট আগে বদলি নেমেছিলেন।

আর্জেন্টিনাও অবশ্য সম্ভাবনা জাগিয়েছিল। ফিফা র‍্যাঙ্কিংয়ের ২৮ নম্বরে থাকা দলটি বেশ কয়েকবার হানা দেয় ইতালি রক্ষণে। যার সবশেষটি ছিল ৯৩ মিনিটে ফ্রি কিক থেকে। কোনাকুনি জায়গা থেকে নেওয়া বোনসেগুন্দোর শটটি রুখে দেন ইতালির কানতোর। শেষ পর্যন্ত হারের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় লিওনেল মেসির দেশের মেয়েদের। মোহাম্মদ

আর্জেন্টিনার পরের ম্যাচ আগামী বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

আর্কাইভ