• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

সুখবর পেলেন তাসকিন

প্রকাশিত: জুলাই ২৪, ২০২৩, ০৮:১৩ পিএম

সুখবর পেলেন তাসকিন

ছবি: সংগৃহীত

ক্রীড়া ডেস্ক

আন্তর্জাতিক ক্রিকেটে দুর্দান্ত ফর্মের কারণে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ‍‍`কাড়াকাড়ি‍‍` শুরু হয়েছে তাসকিন আহমেদকে নিয়ে। জিম্বাবুয়ের লিগ জিম-আফ্রো টি-টেনে নাম লেখানোর পর এবার শ্রীলঙ্কার ঘরোয়া প্রতিযোগিতা লঙ্কা প্রিমিয়ার লিগেও ডাক পেয়েছেন জাতীয় দলের এই পেসার।

গত বছর ভারতীয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলকে না বলার পর এবারের মৌসুমে পাকিস্তান সুপার লিগেও খেলতে যাননি তাসকিন। বিশ্বের সবচেয়ে জাঁকজমক দুই ফ্র্যাঞ্চাইজি লিগকে প্রত্যাখ্যান করার পেছনে তাসকিনের কারণ ছিল- জাতীয় দলের ব্যস্ততা। একই কারণে খেলেননি ইংলিশ কাউন্টিও। তবে জাতীয় দলের কোনো সিরিজ না থাকায় প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে জিম্বাবুয়ে গেলেন তাসকিন।  

তাসকিনের ফ্র্যাঞ্চাইজি ক্যারিয়ারের শুরুটাও হয়েছে দারুণ। বুলাওয়ে ব্রেভসের হয়ে জিম আফ্রো টি–১০‍‍`র প্রথম তিন ম্যাচেই জাত চিনিয়েছেন বাংলাদেশ দলের এই পেসার। ৫ উইকেট নিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি এখন তাসকিন। দুর্দান্ত সেই পারফরম্যান্সের পর এবার লঙ্কা প্রিমিয়ার লিগেও ডাক পেয়েছেন তিনি।

এলপিএলের আসন্ন আসরে ডাম্বুলা অরার হয়ে খেলার প্রস্তাব পেয়েছেন তাসকিন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন ডানহাতি এই পেসার।  

সূচি অনুযায়ী, এবারের এলপিএল আগামী ৩০ জুলাই থেকে ২০ আগস্ট পর্যন্ত। এ সময় বাংলাদেশ দলের কোনো খেলা নেই। তবে জাতীয় দলের বিশেষ ক্যাম্প চলবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে। তাসকিনকে লঙ্কান লিগে খেলতে দেয়া হবে কিনা সে বিষয়ে এখন পর্যন্ত কিছু জানা যায়নি।

 

জেকেএস/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ