• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
ইমার্জিং এশিয়া কাপ

ভারতকে ৩৫৩ রানের টার্গেট দিল পাকিস্তান

প্রকাশিত: জুলাই ২৪, ২০২৩, ১২:৫১ এএম

ভারতকে ৩৫৩ রানের টার্গেট দিল পাকিস্তান

ক্রীড়া ডেস্ক

ইমার্জিং এশিয়া কাপ ক্রিকেটে গ্রুপ ম্যাচে পাকিস্তান দলের ব্যাটাররা নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেনি। তবে ফাইনাল ম্যাচে সেই ভারতের বিপক্ষে পাকিস্তানের ব্যাটাররা নিজেদের মেলে ধরলেন। আর তাতেই কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামের চারদিকে চার ছয়ের ফুলঝুড়ি ছুটলো। শুধু তাই নয়, টুর্নামেন্টে সর্বোচ্চ দলীয় রানেরও রেকর্ড গড়লো পাকিস্তান। ভারতের বোলারদের তুলোধুনো করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৫২ রান করেছে পাকিস্তান।

অসাধারণ ব্যাটিং করেছেন পাকিস্তানের ব্যাটাররা। তাদের মধ্যে সবার আগে আসে তায়েব তাহিরের নাম। টুর্নামেন্টে অনেক দলের ব্যাটাররা সেঞ্চুরি পেলেও পাকিস্তানের কোনো ব্যাটারের নামের পাশে তিন অংকের যাদুকরী রান ছিল না। তাহির এ ম্যাচে সেই সেঞ্চুরি করেছেন। ৭১ বলে ১০৮ রানের চমৎকার এক ইনিংস খেলে পাকিস্তানকে বড় রান সংগ্রহে সহায়তা করেছেন। 

তাহিরের আগে অবশ্য প্রথম উইকেট জুটি সায়েম আইয়ুব ও সাহেবদাজা ফারহান নির্ভরতার সঙ্গে ব্যাটিং করে দলকে দারুণ সূচনা এনে দেন। টস জয়ের পর প্রতিপক্ষকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানানো যে ভুল হয়েছে তা একটু একটু করে টের পান ভারত অধিনায়ক। প্রথম উইকেট জুটিতে তারা ১২১ রান করেন। ৫১ বলে ৫৯ রান করেন সায়েম। আর সাহেবজাদা ৬২ বলে ৬৫ রান করেন। দুর্ভাগ্য সাহেবজাদার। রান আউট হন তিনি। নিজের ব্যাটিংয়ে রান নিতে গিয়ে আবার ক্রিজে ফিরতে চেষ্টা করেন। কিন্তু পড়ে যাওয়ায় ক্রিজে ফিরতে পারেননি। রান আউটে ফিরে যান তিনি। 

ওয়ান ডাউনে উমাইর ইউসুফও দারুণ ব্যাটিং করেছেন। ৩৫ বলে ৩৫  রান করেন। তবে মাঝে একটা ছোট্ট ঝড় বয়ে যায় পাকিস্তানের ব্যাটিং লাইনে। ১৮৩ থেকে ১৮৭ রান করতে তারা তিনটি উইকেট হারায়। আর তখনই তায়েব তাহিল ও মুবাসির খান ষষ্ঠ উইকেটে দলকে দারুণ এক জুটি এনে দেন। ১২৬ রানের পার্টনারশিপ তাদের। তায়েব ১০৮ রান করেছেন ৭১ বলে। এক ডজন বাউন্ডারির পাশাপাশি চারবার তিনি বাতাসে ভাসিয়ে বলকে সীমানার বাইরে ফেলেছেন। পাকিস্তানের ব্যাটাররা মোট ১৩টি ওভার বাউন্ডারি মেরেছেন। শেষ দিকে মেহরান মমতাজ ও মোহাম্মদ ওয়াসিমও দলের সংগ্রহে যথেষ্ঠ অবদান রেখেছেন। মমতাজ ১০ বলে ১৩ ও ওয়াসিম ১০ বলে ১৭ রান করেন।

উইকেট শিকার সংখ্যা ভারতীয় বোলারদের মধ্যে সফল ছিলেন রাজভদ্র রিয়ান পরাগ। উভয়ে দুটো করে উইকেট পেয়েছেন। 

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ