• ঢাকা বুধবার
    ০৮ জানুয়ারি, ২০২৫, ২৫ পৌষ ১৪৩১

ব্যাট ও বল হাতে দলকে জেতালেন সাকিব

প্রকাশিত: জুলাই ২২, ২০২৩, ০৩:৪৮ পিএম

ব্যাট ও বল হাতে দলকে জেতালেন সাকিব

কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে মন্ট্রিয়ল টাইগার্সের জার্সিতে সাকিব আল হাসান।

ক্রীড়া ডেস্ক

ব্যাট ও বল হাতে দুর্দান্ত পারফরম্যান্সে দলকে জেতালেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসন। প্রথম ম্যাচেই তার অলরাউন্ডার নৈপুণ্যে টুর্নামেন্টের শুরুটা জয় দিয়ে রাঙালো মন্ট্রিয়ল টাইগার্স।

বাংলাদেশ সময় শুক্রবার (২১ জুলাই) দিবাগত রাত দেড়টায় কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে মুখোমুখি হয় মন্ট্রিয়ল টাইগার্স ও সারে জাগুয়ার। ম্যাচটিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৬ রান করে সারে। জবাবে ১৮.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে জয় তুলে নেয় মন্ট্রিয়ল।

দলের জয়ের দিনে বল হাতে ৩ উইকেট নেন সাকিব। যেখানে ৪ ওভার বল করে দিয়েছেন মাত্র ১৮ রান। এছাড়া ব্যাট হাতে ১৩ বলে ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৬ রান করেন তিনি। ম্যাচ শেষ করে আসতে না পারলেও সাকিবের এই রান জয়ের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এ দিন মন্ট্রিয়েলের হয়ে সর্বোচ্চ ২৮ রান করেন দিলপ্রীত সিং ও দীপেন্দ্র সিং। ম্যাচটিতে সাকিব জয়ের আনন্দ পেলেও হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশি ব্যাটসম্যান লিটন দাসকে। লিটন সাকিবদের প্রতিপক্ষ সারের জার্সিতে মাঠে নেমেছিলেন। দলটির হয়ে ওপেনিংয়ে আসলে সাকিবই তাকে সাজঘরে ফেরান। সারের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন অধিনায়ক ইফতিখার আহমেদ।

আর্কাইভ