প্রকাশিত: জুলাই ২১, ২০২৩, ১০:১৫ পিএম
ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে ৪০ রানে জিতেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতায় আনে ভারত। তৃতীয় ম্যাচটি তাই দুদলের জন্যই গুরুত্বপূর্ণ। কেননা যারাই জিতবে, তারাই হবে সিরিজ চ্যাম্পিয়ন। আর এ ম্যাচের আগে অনিশ্চয়তা দেখা দিয়েছে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিকে নিয়ে।
মিরপুরে দুদলের তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে শনিবার (২২ জুলাই) সকাল সাড়ে ৯টায়। এ ম্যাচের আগে ফিটনেস সমস্যায় ভুগছেন লাল সবুজদের অধিনায়ক। তাতে তৃতীয় ম্যাচে তার খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন নারী দলের হেড কোচ হাসান তিলকারত্নে।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিলকারত্নে বলেন, ‘স্বর্ণা এই মুহূর্তে আনফিট। জ্যোতি এখনও পুরোপুরি ফিট নয়। আগামীকাল একটা ফিটনেস টেস্ট হবে। এরপর সকালে আমরা সিদ্ধান্ত নেব। আর হ্যাঁ আমরা আমাদের মিডল অর্ডার নিয়ে কাজ করছি।’
প্রথম ম্যাচে জিতলেও দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ে ধস নেমেছিল বাংলাদেশের। তা সত্ত্বেও সিরিজ জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী স্বাগতিক দল। এ সম্পর্কে তিলকারত্নে বলেন, ‘মেয়েরা আত্মবিশ্বাসী৷ দ্বিতীয় ম্যাচটি আমাদের প্রত্যাশা অনুযায়ী ভালো হয়নি। এরপর আমাদের মধ্যে অনেক আলোচনা হয়েছে। আমরা কিছু পরিকল্পনা নিয়ে এসেছি। এখন পারফরম্যান্সের দায়িত্ব ওদের। ক্রিকেটাররা খুব আত্মবিশ্বাসী। আশা করছি, ভালো পারফরম্যান্স দিয়ে ঘুরে দাঁড়াবে।’