• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
বিশ্বকাপ নিয়ে নেইমার

বাদ পড়ে পাঁচদিন কেঁদেছেন, ভেবেছেন অবসরের কথাও

প্রকাশিত: জুলাই ২০, ২০২৩, ০৮:১৩ পিএম

বাদ পড়ে পাঁচদিন কেঁদেছেন, ভেবেছেন অবসরের কথাও

ছবি: সংগৃহীত

ক্রীড়া ডেস্ক

কাতার বিশ্বকাপে হট ফেবারিট হিসেবেই অংশ নিয়েছিল ব্রাজিল। কোয়ার্টার ফাইনালে নেইমারের রেকর্ড গড়া গোলে সেমিফাইনালটাও হাতের মুঠোয় প্রায় নিয়েই এসেছিল। কিন্তু শেষ মুহূর্তে গোল খেয়ে পরে টাইব্রেকারে হেরে কোয়ার্টার ফাইনাল থেকেই বাদ পড়ে যায় তারা। সে হারের পর মাঠেই কান্নায় ভেঙে পড়েছিলেন নেইমার। এমনকি তখন শোনা গিয়েছিল, জাতীয় দলকে বিদায় বলে দিতে পারেন তিনি।

কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়ার এতদিন পর মুখ খুলেছেন নেইমার। জানিয়েছেন সেই হারের পর তার মানসিক অবস্থা সম্পর্কেও। মনভাঙা সেই হারের পর নাকি ব্রাজিল জাতীয় দলে আর খেলবেন না বলেই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। তবে পরবর্তীতে অনেক ভেবে নাকি সিদ্ধান্ত বদল করেন নেইমার। শিগগিরই ব্রাজিল দল থেকে অবসর নেবেন না বলেও সিদ্ধান্ত নিয়েছেন তিনি। খ্যাতিমান সংবাদকর্মী, ইউটিউবার ও স্ট্রিমার কাসিমিরোকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন নেইমার।

নেইমারের সেই সাক্ষাৎকার প্রকাশ করেছে ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো। ৩১ বছর বয়সী নেইমার বলেন, ‍‍`সত্যি বলতে বিশ্বকাপের পর আমি আর (জাতীয় দল) ফিরতে চাইনি। কিন্তু নতুন করে আবারও ভাবতে হয়েছে। আমি তো সাফল্যের জন্য ক্ষুধার্ত, তা-ই না? তাই ওই ভাবনা পুনর্বিবেচনা করে পাল্টাতে হয়েছে। বিশ্বকাপের পর আমি আর কষ্ট পেতে চাইনি। কিন্তু পরিবারকে ভুগতে দেখাটাও কষ্টকর।‍‍`

কোয়ার্টার ফাইনালে এগিয়ে গিয়েও গোল খেয়ে টাইব্রেকারে গড়ানো ম্যাচে হার দেখার পর টানা পাঁচদিন কেঁদেছেন বলে জানান নেইমার। তিনি বলেন, ‍‍`আমি টানা পাঁচ দিন কেঁদেছি। ওভাবে স্বপ্ন চূর্ণ হওয়ায় খুব কষ্ট পেয়েছিলাম। ০–০ ব্যবধানে থেকে টাইব্রেকারে ম্যাচ হারব এবং কোনো গোল করব না, সেটা মেনে নিতে রাজি আছি; কিন্তু গোল করব, এরপর গোল হজম করে টাইব্রেকারে হারব, সেটা মেনে নেওয়া খুব কঠিন।‍‍`

ক্রোয়েশিয়ার বিপক্ষে সেই হারকে ক্যারিয়ারের সবচেয়ে বাজে মুহূর্ত বলে দাবি করেছেন নেইমার। সেই হারের পর ব্রাজিলের ড্রেসিংরুমের পরিবেশ কতটা ভারী হয়ে উঠেছিল তাও জানিয়েছেন তিনি।

নেইমার বলেন, ‍‍`‘এটা (ক্রোয়েশিয়ার কাছে হার) আমার জীবনের সবচেয়ে বাজে মুহূর্ত। আমার পাশে একজন কাঁদছিল, অন্যপাশে আরেকজন। গোটা দলের পরিবেশ খুব ভারী হয়ে উঠেছিল। আমি সেই অভিজ্ঞতার মধ্য দিয়ে আর কখনো যেতে চাই না।‍‍`

গত ১৯ ফেব্রুয়ারি লিলের বিপক্ষে ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়েন নেইমার। তারপর থেকে আর মাঠেই নামতে পারেননি এই ব্রাজিলিয়ান। প্রায় পাঁচমাস মাঠের বাইরে তিনি। এটাই তার ক্যারিয়ারের সবচেয়ে বড় বিরতি। ২১ জুলাই লে হার্ভের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন মৌসুমের প্রস্তুতি শুরু করবে পিএসজি। তবে নেইমার পিএসজিতে থাকছেন কিনা তা এখনো নিশ্চিত নয়।

 

জেকেএস/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ