• ঢাকা শনিবার
    ২১ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

আলোচিত জহিরও জায়গা করে নিলেন সেমিফাইনালে

প্রকাশিত: জুলাই ১৫, ২০২৩, ০৪:৫৯ পিএম

আলোচিত জহিরও জায়গা করে নিলেন সেমিফাইনালে

ক্রীড়া ডেস্ক

এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ এবার ভালোই পারফরম্যান্স করছে। ১০০ মিটারে ইমরানের পর এবার ২০০ মিটারে সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন জহির রায়হান। 

থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত আজকের হিটে জহির ২১.৬৭ টাইমিংয়ে সেমিফাইনালে উত্তীর্ণ হন। ২০০ মিটারে ৫ টি হিট অনুষ্ঠিত হয়৷ প্রতি হিট থেকে প্রথম চারজন এবং অবশিষ্টদের মধ্য থেকে সেরা চার টাইমিংধারী সেমিফাইনালে উঠেছেন৷ জহির ছিলেন দুই নম্বর হিটে। তিনি দুই নম্বর হিটে চতুর্থ হয়ে সেমিফাইনালে নাম লিখিয়েছেন। আজ বিকেলে সেমিফাইনালে প্রথম হিটে খেলবেন জহির। 

বিগত কয়েক বছরে জহির রায়হান বাংলাদেশের অ্যাথলেটিক্সে বিশেষ চরিত্র। ২০১৭ সালে নাইরোবি যুব অ্যাথলেটিক্স বিশ্বকাপে ৪০০ মিটার ইভেন্টে তিনি সেমিফাইনালে উঠে সবাইকে তাক লাগিয়ে দেন। ঘরোয়া প্রতিযোগিতায় ২০০ ও ৪০০ মিটারে ভালো পারফরম্যান্স করেন। ২০২১ সালে টোকিও অলিম্পিক গেমসে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। ঐ বছরই নারী নির্যাতনের ঘটনায় জেল খাটতে হয় তাকে। সেই জটিলতা কাটিয়ে আবার আন্তর্জাতিক অ্যাথলেটিক্স অঙ্গনে ফিরেছেন এই অ্যাথলেট। 

 

বিএস/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ