• ঢাকা মঙ্গলবার
    ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩১

সাকিবের বিরল অর্জনে মুশফিকের স্ট্যাটাস

প্রকাশিত: জুলাই ১৩, ২০২৩, ০৩:১১ এএম

সাকিবের বিরল অর্জনে মুশফিকের স্ট্যাটাস

ছবি: সংগৃহীত

ক্রীড়া ডেস্ক

বয়সভিত্তিক পর্যায় থেকে ঘনিষ্ঠ বন্ধু সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিম। দুজন মিলে লম্বা  সময় ধরে জাতীয় দলে আছেন দুজন। ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসেও দলের মিডলঅর্ডারের বড় ভরসার নাম সাকিব এবং মুশফিক।

দুজনের ব্যক্তিগত আর খেলোয়াড়ি জীবনের বন্ধুত্বের স্বরূপ দেখা গেলো সামাজিক যোগাযোগমাধ্যমেও। বন্ধু সাকিবের বিরল রেকর্ডের জন্য অভিনন্দন জানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন মুশফিকুর রহিম।

দুজনের হাস্যজ্জ্বল ছবির ক্যাপশনে মুশফিক লিখেছেন, একমাত্র আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে ১৪ হাজার রান এবং ৬০০ উইকেট। কিংবদন্তিকে অভিনন্দন। এভাবেই আমাদের গর্বিত করে যাও…

মুশফিকের সেই পোস্টের কমেন্টবক্সে অভিবাদন জানাতে ভুলেননি সাধারণ ভক্তরা।

এর আগে, চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বিরল এক রেকর্ড গড়েন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। একমাত্র খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৪ হাজার রান এবং ৬০০ উইকেটের মালিক হন সাকিব। এমনকি কমপক্ষে  ১২ হাজার রান ও ৬০০ উইকেটের এই ‘ডাবল ক্লাবে’ কেবল সাকিব একাই! সাবেক তারকা অলরাউন্ডার জ্যাক ক্যালিসের রান সাকিবের থেকে অনেক বেশি থাকলেও উইকেট কেবল ৫৭৭।

 

জেকেএস/

আর্কাইভ