• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ১০ মাঘ ১৪৩১

টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান

প্রকাশিত: জুলাই ১১, ২০২৩, ০৭:৪০ পিএম

টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান

ক্রীড়া ডেস্ক

তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচের মুদ্রা ভাগ্যে জয় পেয়েছে আফগানিস্তান। টস জয়ের পর দলটি অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। এ ম্যাচে বাংলাদেশ দলে একাধিক পরিবর্তন রয়েছে। ইনজুরির কারণে এবাদত হোসেন আজ নেই। তার পরিবর্তে আসছে তাসকিন আহমেদ।

বাংলাদেশের জন্য এটি একটি কঠিন ম্যাচ হতে যাচ্ছে। কেননা এ ম্যাচে আফগানিস্তান জয় পেলে তারা বাংলাদেশকে হোয়াইট ওয়াশের লজ্জা ডুবতে হবে। টানা দুই ম্যাচ জিতে সিরিজ জয়ী আফগানিস্তান সেই সুযোগটা কাজে লাগাতে মোটেও পিছপা হবে না। তবে বাংলাদেশের জন্য স্বস্তির খবর যে, এ ম্যাচে রশিদ খান খেলছেন না। একই সঙ্গে মোহাম্মদ সেলিমকেও তারা বিশ্রামে দিয়েছে। তাদের পরিবর্তে আজ খেলবেন আব্দুল রহমান ও জিয়াইর রহমান।

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ