• ঢাকা শুক্রবার
    ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

প্রথম ম্যাচে ভারতের সহজ জয়

প্রকাশিত: জুলাই ৯, ২০২৩, ১১:১২ পিএম

প্রথম ম্যাচে ভারতের সহজ জয়

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশ সফরে ভারতের নারী ক্রিকেট দল শুভ সূচনা করেছে। প্রথম টি-২০ ম্যাচে তারা ৭ উইকেটের সহজ জয় পেয়েছে।  ২২ বল বাকি থাকতে জয় পায় তারা। প্রথমে ব্যাট করে বাংলাদেশ ৫ উইকেট হারিয়ে ১১৪ রান করেছিল। জবাবে ভারত ১৬.২ ওভারে ৩ উইকেট হারিয়ে ১১৮ রান করে।

তিন ম্যাচের টি-২০ ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার ভারতের নারী ক্রিকেট দল বাংলাদেশ সফর করছে। আজ ছিল টি-২০ সিরিজের প্রথম ম্যাচ। মিরপুরে অনুষ্ঠিত ম্যাচে সফরকারী ভারতের অধিনায়ক মুদ্রা ভাগ্যে জয় পেয়ে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান।

ব্যাট হাতে নেমে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটাররা শক্ত ভীত গড়ে দিয়েছিলেন। কিন্তু সেটা কাজে লাগিয়ে কেউই বড় ইনিংস খেলতে পারেননি। ফলে দলীয় সংগ্রহটাও কোনোরকমে একশো ছাড়ায়। সর্বোচ্চ ২৮ রান এসেছে স্বর্ণা আক্তারের ব্যাট থেকে। ২৮ বলে ২৮ রান করেন তিনি।

সাথী রানী ও শামীমা সুলতানা দারুণ সূচনা করেছিলেন। সঙ্গে যোগ দিয়েছিলেন সোবহানা মুস্তারী। তাদের চমৎকার ব্যাটিংয়ে এক উইকেট হারিয়ে বাংলাদেশ ৫২ রান করেছিল। নবম ওভারের শুরুতেই দলীয় রান অর্ধশত হয়েছিল। কিন্তু তারপরেই ছন্দপতন। আর তাতেই ২০ ওভারে রান উঠেছে মাত্র ১১৪। সাথী রাণী করেছেন ২২ রান। শামীমা সুলতানার সংগ্রহ ১৭। সোবহানা মুস্তারীর ব্যাট থেকে এসেছে ২৩ রান।

ভারতীয় বোলারদের মধ্যে কেউ তেমন সমীয় আদায় করতে পারেনি। তিন বোলার একটি করে উইকেট পেয়েছেন। অন্য দুটো ছিল রান আউট।

১১৫ রানে জয়ের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ভারতকে কখনো দুঃশ্চিন্তায় পড়তে হয়নি। যদিও রানের খাতা খোলার আগেই বিদায় নিয়েছিলেন ওপেনার শাফালি ভার্মা। ভারতের দুশ্চিন্তা ওই অতটুকুই।  বাকি পথ পার হতে তারা জেমমিা রদ্রিগুয়েজ (১১) ও স্মৃতি মান্ধানার (৩৮) উইকেট হারায়। অধিনায়ক হারমানপ্রিত কাউরের দারুণ ব্যাটিংয়ে তারা জয় তুলে নেয়। কাউর ৫৪ রানে অপরাজিত থাকনে।

আর্কাইভ