প্রকাশিত: জুলাই ৯, ২০২৩, ১০:০১ পিএম
টপ অর্ডার ব্যাটাররা শক্ত ভীত গড়ে দিয়েছিলেন। কিন্তু সেটা কাজে লাগিয়ে কেউই বড় ইনিংস খেলতে পারলেন না। ফলে দলীয় সংগ্রহটাও কোনোরকমে একশো ছাড়িয়েছে। ভারত নারী দলের শক্তিশালী ব্যাটিং লাইনআপের সামনে বাংলাদেশের মেয়েদের দেয়া ১১৫ রানের লক্ষ্যকে সহজই বলা যায়।
মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১১৪ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। যেখানে সর্বোচ্চ ২৮ রান এসেছে স্বর্ণা আক্তারের ব্যাট থেকে। ২৮ বলে ২৮ রান করেন তিনি।
সাথী রানী ও শামীমা সুলতানা দারুণ সূচনা করেছিলেন। সঙ্গে যোগ দিয়েছিলেন সোবহানা মুস্তারী। তাদের চমৎকার ব্যাটিংয়ে এক উইকেট হারিয়ে বাংলাদেশ ৫২ রান করেছিল। নবম ওভারের শুরুতেই দলীয় রান অর্ধশত হয়েছিল। কিন্তু তারপরেই ছন্দপতন। আর তাতেই ২০ ওভারে রান উঠেছে মাত্র ১১৪। সাথী রাণী করেছেন ২২ রান। শামীমা সুলতানার সংগ্রহ ১৭। সোবহানা মুস্তারীর ব্যাট থেকে এসেছে ২৩ রান।
ভারতীয় বোলারদের মধ্যে কেউ তেমন সমীয় আদায় করতে পারেনি। তিন বোলার একটি করে উইকেট পেয়েছেন। অন্য দুটো ছিল রান আউট।