• ঢাকা শনিবার
    ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৪ পৌষ ১৪৩১

চিলিকে বিদায় করে সেমিতে ব্রাজিল

প্রকাশিত: জুলাই ৩, ২০২১, ০৯:০০ এএম

চিলিকে বিদায় করে সেমিতে ব্রাজিল

ক্রীড়া ডেস্ক

কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে চিলির বিপক্ষে মুহুর্মুহু আক্রমণ করেও প্রথমার্ধে গোল নিশ্চিত করতে পারেনি স্বাগতিক ব্রাজিল। তাতে কি, দ্বিতীয়ার্ধের ৪৬ মিনিটে নেইমারের ব্যাকহিল পাস থেকে বল পেয়েই দারুণ এক শটে চিলির জালে বল জড়িয়ে দেন পাকুয়েতা।

চিলিকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল। শনিবার (৩ জুলাই) বাংলাদেশ সময় ভোর ছয়টায় সান্তোসের অলিম্পিক স্টেডিয়ামে বসেছিল কোপার দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল।

৪৬ মিনিটে ব্রাজিল গোল করায় মরিয়া হয়ে ওঠে চিলি। ৪৮তম মিনিটে এক দুর্ঘটনায় লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ব্রাজিলিয়ান গ্যাব্রিয়েল জেসুসকে। এতে করে ১০ জনের দলে পরিণত হয় ব্রাজিল। একজন বেশি থাকার সুবিধা কাজে লাগাতে চায় চিলি। কিন্তু বিশ্বসেরা রক্ষণভাগের দৃঢ়তায় চিলিকে হারিয়ে সেমি-ফাইনালে পৌঁছাল তিতের দল। শেষ পর্যন্ত ব্যর্থ চেষ্টা নিয়েই মাঠ ছাড়তে হয় চিলিকে।

ফাইনালে ওঠার লড়াইয়ে পেরুর বিপক্ষে খেলবে ব্রাজিল।

ব্রাজিল গ্রুপের চার ম্যাচের ৩টিতে জয় ও ১টিতে ড্র করে কোয়ার্টারে উঠেছে। অন্যদিকে চিলি ৪ ম্যাচের মধ্যে জিতেছে ১টিতে, ২টি ড্র করেছে ও ১টি হেরেছে।

টিআর/এএমকে

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ