• ঢাকা মঙ্গলবার
    ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

প্রকাশিত: জুলাই ৮, ২০২৩, ০৭:৩৯ পিএম

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

অনেক ঘটনাকে সঙ্গী করে আজ দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামছে বাংলাদেশ। নিয়মিত অধিনায়ক তামিম ইকবালের পরিবর্তে এ ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন লিটন দাস। তামিম না থাকায় এ ম্যাচে ওপেনার হিসেবে খেলবেন নাঈম শেখ।
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচ এটি। প্রথম ম্যাচে আফগানিস্তান জয় পেয়ে ১-০তে এগিয়ে রয়েছে। আজ দ্বিতীয় ম্যাচে মুদ্রা ভাগ্যে জয় পেয়েছেন লিটন দাস। তিনি আজে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

আজকের ম্যাচে এই একটি পরিবর্তন আসতে পারে। এছাড়া আগের ম্যাচের বাকি সদস্যদেরই খেলার সম্ভাবনা রয়েছে। চট্টগ্রামে আজ শনিবার সিরিজ বাঁচানোর মিশনেই নামতে হবে লিটন দাসের দলকে। তিন মাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ হেরে ইতোমধ্যে পিঁছিয়ে রয়েছে টাইগাররা। যে কারণে দ্বিতীয় ম্যাচে হারলেও সিরিজ হাতছাড়া হয়ে যাবে টাইগারদের। এজন্য টাইগারদের লক্ষ্য কেবলই ম্যাচ জয়। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দুটোয়।
 

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ