• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

হৃদয়ের ফিফটিতে বাংলাদেশের সান্ত্বনার পুঁজি

প্রকাশিত: জুলাই ৬, ২০২৩, ০১:৪৬ এএম

হৃদয়ের ফিফটিতে বাংলাদেশের সান্ত্বনার পুঁজি

ক্রীড়া ডেস্ক

বৃষ্টিবিঘ্নিত ম্যাচটি ভেসে গেলেই হয়তো কিছুটা মুখ রক্ষা হতো বাংলাদেশের। এর আগেই যে আফগানিস্তানের বোলিং তোপে ওপেনিং থেকে শুরু করে টাইগারদের পুরো টপ-অর্ডার ধসে গেছে। ৩০-এর কোঠা পার করতে না পারা বাকি ব্যাটারদের পাশে একমাত্র উজ্জ্বল নাম তাওহীদ হৃদয়। তার হার না মানা ফিফটিতে আগেই তছনছ হওয়া বাংলাদেশ সংগ্রহ করেছে ১৬৯ রান।

এর আগে বৃষ্টির কারণে ম্যাচের গণ্ডি কমিয়ে আনা হয় ৪৩ ওভারে। অবশ্য সেটি বাংলাদেশের ভাবনায় প্রভাব ফেলার মতো কিছু নয়। কারণ তার আগেই হৃদয় বাদে বিদায় নিয়েছেন বাংলাদেশের সব স্বীকৃত ব্যাটাররা। ৩৪.১ ওভারে দ্বিতীয় দফায় বৃষ্টি শুরুর সময় টাইগারদের রান ছিল ৭ উইকেটে ১৪৪। এরপর ৫৩ বলে তাদের সংগ্রহ যা হবে সেটি হতো স্বাগতিকদের জন্য সান্ত্বনার।

চট্টগ্রামের শহীদ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মেঘ মাথায় নিয়ে এদিন খেলতে নেমেছিল বাংলাদেশ-আফগানিস্তান। সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহিদী। কোমরের চোট থাকায় তামিমের খেলা নিয়ে কিছুটা দোলাচল থাকলেও তিনিই টাইগারদের প্রতিনিধি হয়ে নেমেছেন। এরপর ম্যাচের শুরুটা দেখেশুনে শুরু করেন দুই ওপেনার তামিম ও লিটন দাস।

বিস্তারিত আসছে...

 

বিএস/

আর্কাইভ