• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ১০ মাঘ ১৪৩১

বৃষ্টিতে আবার খেলা বন্ধ

প্রকাশিত: জুলাই ৫, ২০২৩, ১১:৪২ পিএম

বৃষ্টিতে আবার খেলা বন্ধ

ক্রীড়া ডেস্ক

বৃষ্টির  শঙ্কাটা আগেই ছিল। ম্যাচের আগে গুড়ি গুড়ি বৃষ্টিও হয়েছিল। তবে তা ম্যাচের জন্য কোনো হুমকি ছিল না। যার ফলে নির্ধারিত সময়েই টস হয়েছিল। কিন্তু সেই বৃষ্টির কারণ থামাতে হলো আফগানিস্তান-বাংলাদেশ প্রথম ওয়ানডে ম্যাচ। একবার নয়, দুইবার। বৃষ্টির কারণে এ মহুর্তে খেলা বন্ধ। কেউ কেউ এটাকে হয়তো আশীর্বাদ হিসেবে নিতে পারেন। কেননা যেভাবে বাংলাদেশ উইকেট হারাচ্ছে বৃষ্টি না হলে এত সময় অবস্থা আরো নাজুক হওয়ার আশঙ্কা করতেই পারেন। টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ বিরতিতে উইকেট হারাচ্ছে।ব্যাট করতে নেমে সূচনাটা মোটামুটি ভালো করেছিলো টাইগাররা। অধিনায়ক তামিম ইকবাল ধুঁকতে থাকলেও লিটনের সঙ্গে গড়েছিলেন ৩০ রানের জুটি। কিন্তু তামিম ইকবাল ফজল হক ফারুকির বলে আউট হওয়ার পরই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে শুরু করে টাইগাররা।

৩৪.৩ ওভারে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৪৪ রান। তৌহিদ হৃদয় ও তাসকিন আহমেদ ক্রিজে রয়েছেন। তৌহিদের সংগ্রহ ৪২, তাসকিনের ৩। তৌহিদের রানই বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ সংগ্রহ। আফগানিস্তানের সফল বোলার ফজলহক ফারুকী ও রশিদ খান। উভয়ে দুটো করে উইকেট পেয়েছেন।

 

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ