• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

লুকাকুদের স্বপ্ন গুড়িয়ে সেমিতে ইতালি

প্রকাশিত: জুলাই ৩, ২০২১, ০৩:২২ এএম

লুকাকুদের স্বপ্ন গুড়িয়ে সেমিতে ইতালি

ক্রীড়া ডেস্ক

ইউরোপীয়ান ফুটবলে শ্রেষ্ঠত্ব প্রমাণের মঞ্চে ক্রমেই অপ্রতিরোধ্য হয়ে উঠছে ইতালি। এবার তাদের শিকার বিশ্বের এক নম্বর দল বেলজিয়াম। রোমেলু লুকাকুদের স্বপ্ন গুড়িয়ে ইউরো কাপের সেমিফাইনালে নাম লিখিয়েছে রবার্তো মানচিনির শিষ্যরা। সেই সঙ্গে টানা ৩২ ম্যাচের অপরাজিত থাকার রেকর্ড গড়ল সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। 

শুক্রবার (২ জুলাই) রাতে মিউনিখের অ্যালিয়েঞ্জ অ্যারেনায় টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম ২-১ গোলে হারিয়েছে ইতালি। রবার্তো মানচিনির অধীনে রীতিমতো উড়ছে ইতালি। তাদের বিপক্ষে চ্যালেঞ্জটা এমনিতেও বড় ছিল বেলজিয়ামের। লড়াইটাও হলো বেশ, আক্রমণ-পাল্টা আক্রমণে জমে উঠল ম্যাচ। তবে শেষ অবধি ইতালির সঙ্গে পেরে উঠেনি বেলজিয়ানরা। 

বেলজিয়ামের জন্য ম্যাচের আগে সুসংবাদ হয়ে আসে কেভিন ডি ব্রুইনের ফেরা। চোট থেকে সেরে ওঠে সোজা একাদশে ঢুকেন এই ম্যানচেস্টার সিটি তারকা। অন্যদিকে ইতালির হয়ে ১০০তম ম্যাচে শুরু থেকেই মাঠে নামেন বোনুচ্চি। চলতি ইউরোয় সবচেয়ে ধারাবাহিক ইতালি তার গোলেই শুরুর দিকে এগিয়ে গিয়েছিল। কিন্তু ভিএআরের সাহায্য নিয়ে গোল বাতিল করেন রেফারি। চিয়েল্লিনি অফসাইডে ছিলেন।

২২তম মিনিটে ডি ব্রুইনের শট প্রতিহত করেন ইতালির গোলরক্ষক দোনারুমা। এরপর ২৬তম মিনিটে রোমেলু লুকাকুর শট ফেরান তিনি। এক মিনিট পরেই ইনসাইনের শট লক্ষ্যভ্রষ্ট হয়। আক্রমণ-প্রতি আক্রমণের মাঝেই ৩১তম মিনিটে ভেরাত্তির পাস থেকে গোল করে ইতালিকে এগিয়ে দেন মিডফিল্ডার নিকোলো বারেল্লা। এরপর ৪৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইনসাইন।  

টানা ৩১ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড নিয়ে খেলতে নামা ইতালি প্রথমার্ধের প্রায় শেষ মুহূর্তে গিয়ে গোল হজম করে বসে। যোগ করা সময়ে নিজেদের বক্সে ডোকুকে ফাউল করেন লরেঞ্জো। রেফারি ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টি উপহার দেন বেলজিয়ামকে। স্পট কিক থেকে গোল করে ব্যবধান কমান লুকাকু।  

দ্বিতীয়ার্ধের শুরুতেই ইতালির কয়েকটি আক্রমণ ব্যর্থ হয়। এর মধ্যে ৪৭তম মিনিটে সিয়েসার শট লক্ষ্যভ্রষ্ট হয়। ৬৬তম মিনিটে স্পিনাজ্জোলার শট মাঠের বাইরে চলে যায়। একটু পর ইনসাইনের শট প্রতিহত করেন বেলজিয়াম গোলরক্ষক কুর্তোয়া। শেষদিকে ইতালির পোস্ট লক্ষ্য করে শট নেন ডোকু। তবে বল টার্গেটে রাখতে পারেননি তিনি। শেষ মুহূর্তে রক্ষণ জমাট করে ইতালি, যা আর ভাঙতে পারেনি বেলজিয়াম।

জেডআই

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ