• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ১০ মাঘ ১৪৩১

বিপদে বাংলাদেশ

প্রকাশিত: জুলাই ৫, ২০২৩, ০৯:২১ পিএম

বিপদে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বিপদে বাংলাদেশ। তামিম ইকবাল ও লিটন দাসের চমৎকার ব্যাটিং ভালো কিছুর ইঙ্গিত দিলেও হঠাৎ করে বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। বিনা উইকেটে ৩০ রান করলেও ৭২ রান করতেই তিন উইকেটের পতন হয়েছে। অধিনায়ক তামিম ইকবালের পাশাপশি লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত বিদায় নিয়েছেন। তামিম করেছেন ১৩ রান। লিটনের সংগ্রহ ২৬, আর নাজমুল করেছেন ১২ রান।

টসে হারলেও লিটন দাসকে নিয়ে ভালো একটা শুরুর ইঙ্গিত দিয়েছিলেন তামিম ইকবাল। ইনিংসের প্রথম বাউন্ডারিটাও আসে তার ব্যাট থেকে। বিনা উইকেটে তারা স্কোর বোর্ডে ৩০ রান জমা করেছিল। কিন্তু বেশিক্ষণ স্থায়ী হলো না তার ইনিংস।

লিটনকে রেখে তামিম প্যাভিলিয়নের পথ ধরেন। লিটনের সঙ্গে এখন যোগ দিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু এ জুটি বেশিক্ষণ স্থায়ী হয়নি। সাকিব আল হাসান ও তৌহিদ হৃদয় এখন ব্যাটিংয়ে। তাদের সংগ্রহ যথাক্রমে ২ ও ৩।

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ