• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

ব্যাট হাতে নেতৃত্ব দিতে পারলেন না তামিম

প্রকাশিত: জুলাই ৫, ২০২৩, ০৮:৫১ পিএম

ব্যাট হাতে নেতৃত্ব দিতে পারলেন না তামিম

ক্রীড়া ডেস্ক

পুরোপুরি সুস্থ নন তিনি। তারপরও দলকে উজ্জ্বীবিত করতে সঙ্গে ছিলেন। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে টসে নেতৃত্ব দিয়েছেন। কিন্তু ব্যাট হাতে নেতৃত্ব দিতে পারলেন না বাংলাদেশ অধিনায়ক। মাত্র ১৩ রানে আউট হয়ে ফিরেছেন তিনি। ফজল হক ফারুকীর বলে উইকেটরক্ষক রহমানুল্লাহ গুরবাজের হাতে ধরা পড়েন। ২১ বলে দুটো বাউন্ডারিতে ১৩ রান করেন।

টসে হারলেও লিটন দাসকে নিয়ে ভালো একটা শুরুর ইঙ্গিত দিয়েছিলেন তামিম ইকবাল। ইনিংসের প্রথম বাউন্ডারিটাও আসে তার ব্যাট থেকে। বিনা উইকেটে তারা স্কোর বোর্ডে ৩০ রান জমা করেছিল। কিন্তু বেশিক্ষণ স্থায়ী হলো না তার ইনিংস। লিটনকে রেখে তামিম প্যাভিলিয়নের পথ ধরেন।

লিটনের সঙ্গে এখন যোগ দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। লিটন ১০ রানে ও শান্ত ৮ রানে ব্যাট করছেন।

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ