• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

আইসিসির ‘ব্লকবাস্টার’ ম্যাচের তালিকায় বাংলাদেশ

প্রকাশিত: জুন ৩০, ২০২৩, ০৭:০৬ পিএম

আইসিসির ‘ব্লকবাস্টার’ ম্যাচের তালিকায় বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

৫ অক্টোবর ভারতে শুরু হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপের ৫টি ম্যাচকে ‘ব্লকবাস্টার’ ম্যাচের তালিকায় রেখেছে আইসিসি।

 

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সেই তালিকায় রয়েছে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচও। 

ধারণা করা হচ্ছে এবারের বিশ্বকাপে ৫টি ম্যাচে বেশি জমজমাট হতে পারে। এই পাঁচ ম্যাচের মধ্যে রয়েছে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ। এছাড়া ভারত ও অস্ট্রেলিয়ার দুটি করে ম্যাচ। 

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়েই ৭ অক্টোবর ধর্মশালায় বিশ্বকাপ শুরু করবে বাংলাদেশ। এশিয়ান এই দুই দলের লড়াই দারুণ জমবে বলে বিশ্বাস আইসিসির। 

এই তালিকায় আছে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ। ৫ অক্টোবর আহমেদাবাদে মুখোমুখি হবে উভয় দল। 

এই তালিকায় আছে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ। ৮ অক্টোবর চেন্নাইয়ে মুখোমুখি হবে বিরাট কোহলি-স্টিভ স্মিথরা। 

‘ব্লকবাস্টার’ ম্যাচের তালিকায় রয়েছে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচ। ১৩ অক্টোবর লক্ষ্ণৌতে মুখোমুখি হবে তারা।

তবে বিশ্বকাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ হলো ভারত-পাকিস্তান ম্যাচ। ১৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হবে এশিয়ার দুই চির প্রতিদ্বন্দ্বী।

 

বিএস/

আর্কাইভ