• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ব্যাঙ্গালোরে জামালদের ঈদ উদযাপন

প্রকাশিত: জুন ২৯, ২০২৩, ০৬:৪৪ পিএম

ব্যাঙ্গালোরে জামালদের ঈদ উদযাপন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আজ বাংলাদেশের মতো ভারতেও পালিত হচ্ছে ঈদুল আজহা। বাংলাদেশ ফুটবল দল সাফ চ্যাম্পিয়নশীপ খেলতে ব্যাঙ্গালোরে অবস্থান করছে। আজ সকালে ব্যাঙ্গালোরের রিসালদার পার্ক মাঠে বাংলাদেশ দল ঈদের নামাজ আদায় করে। 

গতকাল রাতে ভুটানকে হারিয়ে বাংলাদেশ দল সেমিফাইনালে উঠে। স্টেডিয়াম থেকে হোটেলে ফিরেছে মধ্যরাতে। আজ ভারতীয় সময় সকাল ৯ টায় বাংলাদেশ দলের মুসলিম খেলোয়াড়, কোচিং স্টাফ,কর্মকর্তারা ঈদের নামাজ আদায় করে। বাংলাদেশ থেকে টুর্নামেন্ট কাভার করতে যাওয়া সাংবাদিকরাও ফুটবল দলের সঙ্গে ঈদের নামাজ আদায় করেন। 

নামাজ শেষে ফুটবলাররা কোচিং স্টাফ, সাংবাদিক, সাফের কর্মকর্তাদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করেন। আজ বাংলাদেশ মাঠে অনুশীলন করবে না। হোটেলেই বিকেলে রিকভারি সেশন করবে। আগামী পরশু দিন দুপুরে কুয়েতের মুখোমুখি হবেন জামালরা।

 

বিএস/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ