• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

গরুর খামার করে সফল ক্রিকেটার সাদমান

প্রকাশিত: জুন ২৭, ২০২৩, ০২:০৬ এএম

গরুর খামার করে সফল ক্রিকেটার সাদমান

ক্রীড়া ডেস্ক

আগামী বৃহস্পতিবার সারা দেশব্যাপী পালিত হবে পবিত্র ঈদুল আযহা। আর এই ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন পশু খামারিরা। যেই তালিকায় আছে ক্রিকেটার সাদমান ইসলামের নামও। টেস্ট দলের এই ওপেনার কয়েক বছর হলো নিজের গরুর খামার দিয়েছেন। যা এখন রূপ নিয়েছে বৃহৎ আকারে।   

রাজধানীর ডেমরার আমুলিয়ায় নিজ নামে এই গরুর খামার গড়ে তুলেছেন সাদমান। খামারের নাম দিয়েছেন ‍‍`সাদমান এগ্রো ফার্ম‍‍`। ব্যবসায়ে সঙ্গী হিসেবে পেয়েছেন বাবা ও ভাইকে। আসন্ন ঈদে ক্রিকেটার মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদের পাশাপাশি বিসিবির অনেক কর্কমর্তাই গরু কিনছেন সাদমানের কাছ থেকে।  

গরুর খামার নিয়ে সাদমান বলেন, ‘ছোটবেলা থেকেই আমার নানাদের খামার করতে দেখতাম। তখন থেকে নিজেরও আগ্রহ জাগে খামার করব। আমার বাবা আর ভাইয়েরও ইচ্ছে ছিল। সেই থেকে তিন/চার বছর ধরে খামার করছি। আস্তে আস্তে খামারটা বড় করছি।’

এদিকে সাদমানের খামারে থাকা গরুর সর্বনিম্ন দাম ৮৫ হাজার টাকা। এছাড়া সর্বোচ্চ চার লাখ টাকা পর্যন্ত দামের গরু রয়েছে। খামারের ছাদে প্রায় ৪০০ কবুতরও পালেন সাদমান। সেগুলো অবশ্য বিক্রয়ের জন্য নয়, পুরোটাই শখের বশে করেছেন। 

 

বিএস/

আর্কাইভ