• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

এবার সার্ফিংয়ের পাশে বিসিবি

প্রকাশিত: জুন ২৫, ২০২৩, ০৩:১৬ এএম

এবার সার্ফিংয়ের পাশে বিসিবি

ক্রীড়া ডেস্ক

ক্রিকেটের পাশাপাশি ক্রীড়াঙ্গনের অনেক ব্যক্তি-প্রতিষ্ঠানকেই সহায়তা করে থাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই ধারাবাহিকতায় এবার বাংলাদেশ সার্ফি এসোসিয়েশনের পাশে দাড়িয়েছে দেশের সবচেয়ে স্বচ্ছল ক্রীড়া সংস্থা। 

৬-১৮ জুলাই মালদ্বীপে অনুষ্ঠিত হবে এশিয়ান সার্ফিং চ্যাম্পিয়নশিপ। এতে অংশ নেবে বাংলাদেশের চার সদস্যের সার্ফিং দল। অংশগ্রহণকারী সার্ফিং দলের পৃষ্ঠপোষকতায় হাত বাড়িয়ে দিয়েছে বিসিবি। আজ শনিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বিসিবির কার্যালয়ে সার্ফিং এসোসিয়েশনকে পৃষ্ঠপোষকতার পাঁচ লাখ টাকার চেক প্রদান করেছে বিসিবি। 

বাংলাদেশ সার্ফিং এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন চৌধুরীর হাতে অনুদানের চেক তুলে দেন বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান্স জালাল ইউনুস। এ সময় বিসিবির আরেক পরিচালক ইফতেখার মিঠু, মিডিয়া ম্যানেজার রাবিদ ইমামসহ অন্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এশিয়ান সার্ফিং চ্যাম্পিয়নশিপে অংশগ্রহনকারী বাংলাদেশ সার্ফিং দলে রয়েছেন- মো. মান্নান, ফাতেমা আক্তার, মাহিমা আক্তার মিলি, রাশেদ আলম, মোহাম্মদ সাইফুল্লাহ সিফাত। 

 

বিএস/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ