• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বিশ্বকাপে বাংলাদেশের এটাই সবচেয়ে অভিজ্ঞ দল: মিরাজ

প্রকাশিত: জুন ২২, ২০২৩, ০১:৫৮ এএম

বিশ্বকাপে বাংলাদেশের এটাই সবচেয়ে অভিজ্ঞ দল: মিরাজ

ক্রীড়া ডেস্ক

আফগানিস্তানের বিপক্ষে সিরিজকে সামনে রেখে সাদা বলে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। ঈদের আগে তিন দিনের ক্যাস্পে আজ প্রথম দিনের অনুশীলন সেরেছে টাইগাররা। মিরপুরের একাডেমি মাঠে ব্যাট বলের অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হন টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। শুরুতেই কথা বলেছেন আসন্ন ওয়ানডে বিশ্বকাপ নিয়ে।

আসন্ন ভারত বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে মিরাজ বলেন, ‍‍`আলহামদুল্লিলাহ। আমরা বিশ্বকাপের প্রস্তুতি অনেক আগে থেকেই নিচ্ছি। এখন থেকে শুরু করব এমন না। আমাদের প্রস্তুতি সেই অনেক আগে থেকেই শুরু হয়েছে। সেভাবেই আমরা পরিকল্পনা করছি ও খেলছি। তার ভেতর হয়তো টেস্ট ম্যাচ ছিল। শেষ করলাম। সামনে কোনো টেস্ট ম্যাচ নাই, এখন ওয়ানডে নিয়ে চিন্তা ভাবনা। বিশ্বকাপও বেশি দেরি নাই। ওভার অল যেভাবে প্র্যাকটিস করছি, ভালো প্র্যাকটিস করছি।‍‍`

মিরাজের মতে এটাই কাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ দল, ‍‍`আপনি দেখেন যে, অনেক কিছু যে পরিবর্তন করতে হবে সেই রকম না। সবাই কিন্তু সবার রোলটা জানে। ছোট ছোট জায়গায় উন্নতি করতে হবে। এটা নিয়েই মূলত কোচ প্লেয়ারদের সাথে কাজ করছে এবং দেখেন যে, টিমের ভেতর বেশ অভিজ্ঞ খেলোয়াড়রা আছে। অনেক বিশ্বকাপ খেলা প্লেয়ার আছে। আমার কাছে মনে হয়, এটাই বাংলাদেশের সবচেয়ে বেশি অভিজ্ঞ দল। অনেক বছর ধরে ন্যাশন্যাল টিমে খেলছে, আমরা যারা আছি, তারাও অনেক বছর ধরে খেলছি।‍‍`

মিরাজ আরো যোগ করেন, ‍‍`ওয়ার্ল্ড কাপে আমরা জানি ওইখানে কীভাবে খেলা হয়। কী টেম্পারমেন্টে খেলা হয়। সে জিনিসগুলো নিয়ে আমরা চেষ্টা করছি। বিশেষ করে আয়ারল্যান্ড সিরিজটা দেখেন, ৩০০ প্লাস রানের খেলা হয়েছে। বিশ্বকাপ কিন্তু ম্যাক্সিম্যাম ম্যাচই এই রকম হবে। তিনশ-সাড়ে তিনশ প্লাস রান হবে। আমরা এই জিনিসগুলো কিভাবে অ্যাডাপ্ট করতে পারি একটা ম্যাচ না, কীভাবে কন্টিনিউ করতে পারি সব সময় আলোচনা, প্র্যাকটিস সেটাপ আলোচনা করছি।‍‍`

 

বিএস/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ