• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ

প্রকাশিত: জুন ২০, ২০২৩, ০৯:৫৪ পিএম

পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

ক্রীড়া ডেস্ক

নারী ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে যেতে পাকিস্তানের লক্ষ্যটা ছিল ৬০ রানের। শুরুতেই পাকিস্তানের মেয়েদের চেপে ধরে বাংলাদেশের মেয়েরা। শেষ দিকে জিততে দুই ওভারে ২০ রান প্রয়োজন ছিল পাকিস্তানের। সেখান থেকে শেষ ওভারে পাকিস্তানের লক্ষ্য দাঁড়ায় ১৩ রান। তবে শেষ পর্যন্ত সেটি করতে পারেনি পাক নারীরা। ফলে ৬ রানের জয়ে নারী ইমার্জিং এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা।

এর আগে মঙ্গলবার দিনের শুরুতে এদিন বৃষ্টির হানা দেয়। যে কারণে ৯ ওভারে চলে আসে এই সেমিফাইনাল ম্যাচ। বাংলাদেশের দেওয়া ৬০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাক মেয়েদের শঙ্কা জাগে ম্যাচ হারের। তবে শেষ পর্যন্ত সব শঙ্কা সত্যি করে দারুণ নাহিদা আক্তারের বোলিংয়ে ঘুরে দাঁড়িয়ে জয় পায় নারী দল। 

 

জেকেএস/

আর্কাইভ