• ঢাকা বৃহস্পতিবার
    ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

এবার সাদা বলের ভাবনায় জাকির

প্রকাশিত: জুন ২০, ২০২৩, ০২:১১ এএম

এবার সাদা বলের ভাবনায় জাকির

ক্রীড়া ডেস্ক

লাল বলের ক্রিকেটে টিম ম্যানেজেমেন্টের আস্থার প্রতিদান দিয়েছেন জাকির হাসান। ভারতের বিপক্ষে টেস্ট সেঞ্চুরির পর এবার বাঁহাতি এই ওপেনার সর্বশেষ টেস্টেও পেয়েছেন অর্ধ-শতকের দেখা। তবে জাকিরকে এবার সাদা বলের ক্রিকেটে বিবেচনায় রাখতে চাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।   

আজ সোমবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবি নির্বাচক আব্দুর রাজ্জাক। এ সময় জাকিরকে নিয়ে তিনি বলেন, ‍‍`আমরা চিন্তা করছি জাকির সাদা বলেও ভালো করবে, এ মুহূর্তে ভালো ফর্মে আছে। বেশ কিছুদিন ধরে ভালো খেলছে। চেষ্টা করছি সাদা বলের দলেও ওকে অন্তর্ভুক্ত করার।‍‍`

এদিকে গতকাল জাকিরকে প্রশংসায় ভাসিয়েছিলেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে, ‘আমি সত্যিই খুব অভিভূত। আমি প্রথমবার জাকিরকে ব্যাটিং করতে দেখলাম। ভারতের বিপক্ষে ম্যাচের পর সে চোট পেয়েছিল। তার টেস্ট ক্যারিয়ারের সত্যিই খুব ভাল একটা শুরু হয়েছে। প্রথমবার তাকে ব্যাট করতে দেখলাম এবং যা দেখেছি তাতে আমি মুগ্ধ। সে পেস এবং স্পিন- দুই ধরণের বলের বিপক্ষেই ভালো। কোনো ওপেনার পেস-স্পিন দুটোই সমান ভালো খেলে এমন আপনি কমই দেখে থাকবেন।’

এদিকে আফগানিস্তান সিরিজে এনামুল হক বিজয়ের দলে না থাকা নিয়ে নির্বাচক রাজ্জাক বলেন, ‘বিজয় (এনামুল হক) ভালো খেলেছে। টিম কম্বিনেশনে হচ্ছে না। কোনো দ্বিধা নেই সে ভালো খেলছে, খুব ভালো ফর্মে আছে। সামনে প্রচুর খেলা আছে। বিজয় হিসাবের বাইরে চলে যায়নি। বিজয় হিসাবের মধ্যেই আছে।’ 

এদিকে আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে জাকের আলী অনিকের বাদ পড়া নিয়ে রাজ্জাক বলেন, ‘দল নিয়ে আহামরি কিছু বলার নেই। জাকের আলিকে সিস্টেমের মধ্যে রাখার জন্য এনেছিলাম। ওই সময় খেলার সুযোগ কম ছিল। আমরা জাকেরকে চিন্তা করছি সাদা বলেও ভালো করবে, এ মুহূর্তে ভালো ফর্মে আছে। বেশ কিছু দিন ধরে ভালো খেলছে। চেষ্টা করছি সাদা বলের দলেও ওকে অন্তর্ভুক্ত করার।’

 

বিএস/

আর্কাইভ