• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বিশ্বকাপের ভেন্যু নিয়ে আপত্তি পাকিস্তানের

প্রকাশিত: জুন ১৯, ২০২৩, ১১:২১ পিএম

বিশ্বকাপের ভেন্যু নিয়ে আপত্তি পাকিস্তানের

ক্রীড়া ডেস্ক

সব জল্পনা-কল্পনা শেষে পাকিস্তানের প্রস্তাবিত হাইব্রিড মডেলে এশিয়া কাপ খেলতে রাজি হয়েছে ভারত। এদিকে বিসিসিআই এখনও বিশ্বকাপের চূড়ান্ত সূচি প্রকাশ না করলেও খসড়া সূচি প্রকাশ করেছে তারা। যেখানে পাকিস্তানের ম্যাচগুলো পড়েছে আহমেদাবাদ ছাড়াও চারটি ভেন্যুতে। আর সেই চার ভেন্যুর দুটিতে খেলতে আপত্তি রয়েছে পাকিস্তানের।

আগামী অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। বিশ্বকাপের শুরু হতে চার মাসের কম সময় বাকি থাকলেও, এখনও চূড়ান্ত সূচি প্রকাশ করেনি বিসিসিআই। তবে এরই মধ্যে খসড়া সূচি ফাঁস হয়েছে। যেখানে ভারত-পাকিস্তানের মহারণ অনুষ্ঠিত হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। এ ছাড়াও পাকিস্তানের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে হায়দরাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই ও কলকাতায়।


তবে আহমেদাবাদের পাশাপাশি আরও দুটি ভেন্যুতে খেলতে আপত্তি জানিয়েছে পিসিবি। ক্রিকেট পাকিস্তান ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, ২০ অক্টোবর বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার সূচি রয়েছে পাকিস্তানের। কিন্তু কামিন্সদের বিপক্ষে বেঙ্গালুরুতে না খেলে চেন্নাইতে খেলতে চায় পাকিস্তান। ২৩ অক্টোবর চেন্নাইয়ে আফগানিস্তানের বিপক্ষে খেলা রয়েছে পাকিস্তানের। চেন্নাইয়ের পরিবর্তে বেঙ্গালুরুতে আফগানদের মুখোমুখি হতে চায় পাকিস্তান।  

চেন্নাইয়ের উইকেট সাধারণত স্লো এবং স্পিনবান্ধব হয়ে থাকে। তবুও সেখানে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে চায় পাকিস্তান। কারণ, অস্ট্রেলিয়া দলে সেরা মানের স্পিনার নেই। আর আফগানিস্তান দলে রশিদ খান, মুজিব উর রহমান ও নূর আহমেদের মতো তারকা স্পিনার রয়েছে। যার কারণে চেন্নাইয়ের পিচে খেলতে পাকিস্তানের সমস্যা হবে। সেই জন্য আফগানদের বিপক্ষে বেঙ্গালুরুতে খেলতে চায় তারা।

যদিও তাদের আপত্তি আমলে নেবে কি না, বিসিসিআই তা পরে জানাবে। এদিকে এখনও ভারতের মাটিতে বিশ্বকাপ খেলার অনুমতি পায়নি পাকিস্তান। দেশটির সরকারের সিদ্ধান্তের ওপরই নির্ভর করবে পাকিস্তানের বিশ্বকাপ খেলা।


এডিএস/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ