• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ইন্দোনেশিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে বড়সড় পরিবর্তনের আভাস

প্রকাশিত: জুন ১৯, ২০২৩, ১০:৪৭ পিএম

ইন্দোনেশিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে বড়সড় পরিবর্তনের আভাস

ক্রীড়া ডেস্ক

এশিয়া সফরের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে সহজেই হারিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এবার তাদের সামনে ইন্দোনেশিয়ার চ্যালেঞ্জ। নামে-ভারে কিংবা ঐতিহ্যে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নদের ধারেকাছে নেই স্বাগতিক ইন্দোনেশিয়া। তবে তারপরও শক্তিশালী দলই মাঠে নামাবেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি।

সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাই পর্ব শুরু হওয়ার আগে নিজেদের ঝালিয়ে নেয়ার শেষ সুযোগ বলা যায় ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচটিকে। সোমবার (১৯ জুন) জাকার্তায় বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় ম্যাচটি মাঠে গড়াবে। এই ম্যাচে খেলছেন না নিয়মিত অধিনায়ক লিওনেল মেসি, উইঙ্গার অ্যাঞ্জেল ডি মারিয়া ও সেন্টারব্যাক নিকলাস ওতামেন্ডি। ওয়ার্কলোড কমাতে তাদের বিশ্রাম দিয়েছেন কোচ স্ক্যালোনি।

দলের সেরা তারকাদের বিশ্রাম দিলেও শক্তিশালী দলই খেলাবেন স্ক্যালোনি। রক্ষণভাগ থেকে আক্রমণভাগ; একাদশের সবখানেই আজ পরিবর্তনের আভাস দিয়ে রেখেছেন আলবিসেলেস্তে কোচ।


আর্জেন্টিনার গোলপোস্টের নিচে আজ এমি মার্টিনেজকে নাও দেখা যেতে পারে। তার বদলে জেরোনিমো রুল্লিকে খেলাতে পারেন কোচ। রক্ষণভাগে লিওনার্দো বালেরদি ও ফাকুন্দো মেদিনাকে একাদশে দেখা যেতে পারে। মধ্যমাঠেও পরিবর্তন আসতে পারে। এজেকুয়েল প্যালাসিওস জায়গা পেতে পারেন এদিন। আক্রমণভাগে মেসি-ডি মারিয়ার অনুপস্থিতিতে হুলিয়ান আলভারেজ, আলেহান্দ্রো গারনাচো, লুকাস ওকাম্পোস কিংবা নিকো গঞ্জালেসকে নামাতে পারেন স্ক্যালোনি।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: জেরেনিমো রুল্লি; নাহুয়েল মলিনা, লিওনার্দো বালেরদি, জার্মান পিজ্জেলা/ফাকুন্দো মেদিনা, মার্কোস আকুনা; এজেকুয়েল প্যালাসিওস, লিয়ান্দ্রো পারাদেস, জিওভান্নি লো সেলসো, লুকাস ওকাম্পোস, হুলিয়ান আলভারেজ ও আলেহান্দ্রো গারনাচো/নিকলাস গঞ্জালেস


এডিএস/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ