• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

আজ রাতে গ্রিসের বিপক্ষে মাঠে নামছে ফ্রান্স

প্রকাশিত: জুন ১৯, ২০২৩, ০৭:৩৫ পিএম

আজ রাতে গ্রিসের বিপক্ষে মাঠে নামছে ফ্রান্স

ক্রীড়া ডেস্ক

নিজেদের শেষ ম্যাচে ঘরের মাঠে গ্রিসের বিপক্ষে নামছে ফ্রান্স। এছাড়া ওল্ড ট্রাফোর্ডে ‍‍`সি‍‍` গ্রুপে রাতের আরেক ম্যাচে উত্তর মেসিডোনিয়ার মুখোমুখি হবে ইংল্যান্ড।

সোমবার (১৯ জুন) বাংলাদেশ সময় রাত পৌঁনে ১টায় ফ্রান্স ও ইংল্যান্ডের পৃথক ম্যাচ দুটি শুরু হবে।

কিলিয়ান এমবাপ্পের নেতৃত্বে ইউরো বাছাই পর্বে রীতিমতো উড়ছে ফ্রান্স। তিন ম্যাচের তিনটিতেই জয় পেয়ে ‍‍`বি‍‍` গ্রুপে টেবিলের শীর্ষে দ্যা ব্লুজ। এবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে গ্রিসের বিপক্ষে মাঠে নামবে এমবাপ্পের ফ্রান্স।

ফ্রান্সের সামনে তুলনামূলক সহজ প্রতিপক্ষ গ্রিস। এখন পর্যন্ত দু‍‍`দলের মোট ১৯ বারের দেখায় ১৩ বারই জয় পেয়েছে ফ্রান্স। আর মাত্র দু’বার জয় পেয়েছে গ্রিস। এছাড়া শেষবারের দেখায় জয় পেয়েছে দিদিয়ের দেশমের শিষ্যরা।

এ দিকে চলতি মৌসুমে ইউরো বাছাই পর্বে বেশ দারুণ ছন্দেই আছে রয়েছে গ্রিসও। দুই ম্যাচের দুটিতে জয় নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে আছে তারা। তাতে টেবিলের শীর্ষস্থান দখলের জন্য চেষ্টার কোনো কমতি রাখবে না দলটি। এজন্য গ্রিস সহজ প্রতিপক্ষ হলেও তাদের হালকাভাবে নিতে নারাজ ফরাসি কোচ।

চ্যাম্পিয়নশিপ বাছাই পর্বের অপর ম্যাচে উত্তর মেসিডোনিয়ার মুখোমুখি হবে ইংল্যান্ড। যেখানে শক্তির ও সামর্থ্যের বিচারে এগিয়ে রয়েছে ইংলিশরা। ফ্রান্স ও ইংল্যান্ডের ম্যাচ ছাড়াও আরও ১০টি ম্যাচ রয়েছে এদিন।


এডিএস/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ