• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ওয়েস্ট ইন্ডিজকে বাছাই পর্ব খেলতে হবে ভাবেননি হুইপার

প্রকাশিত: জুন ১৯, ২০২৩, ০৬:০৩ পিএম

ওয়েস্ট ইন্ডিজকে বাছাই পর্ব খেলতে হবে ভাবেননি হুইপার

ক্রীড়া ডেস্ক

দুইবারের বিশ্বকাপ জয়ী দল। ১৯৭৫ ও ১৯৭৯ বিশ্বকাপে দাপটের সাথেই শিরোপা জিতেছে ক্যারিবিয়রা। কিন্তু সেই ওয়েস্ট ইন্ডিজ দলের পারফর্ম্যান্স গ্রাফই এখন একেবারে নিম্নগামী। মাঝে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের কীর্তিও রয়েছে তাদের। সেই ওয়েস্ট ইন্ডিজ দলকে এখন খেলতে হচ্ছে ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব। আগের বিশ্বকাপে খেলতেও বাছাইপর্ব পার হতে হয়েছে বিশ্বচ্যাম্পিয়নদের।

ওয়েস্ট ইন্ডিজের বর্তমান অবস্থা দেখলে মন খারাপ হচ্ছে তাদের সাবেক কিংবদন্তিদের। ওয়েস্ট ইন্ডিজের সোনালী দিনের সদস্য ছিলেন হুপার। ওয়েস্ট ইন্ডিজকে স্বচক্ষে বিশ্বকাপ জিততে দেখেছেন সাবেক এই অলরাউন্ডার। নিজের জীবদ্দশায় ওয়েস্ট ইন্ডিজকে বিশ্বকাপে খেলার জন্য বাছাই পর্ব খেলতে দেখবেন এমনটা ভাবেননি বর্তমানে ক্যারিবীয়দের সহকারী কোচের দায়িত্বে থাকা হুপার।

ক্রিকইনফোকে কার্ল হুপার বলেছেন, ‍‍`আমি কখনোই ভাবিনি বেঁচে থাকতে ওয়েস্ট ইন্ডিজ দলকে এই অবস্থায় দেখব। ক্রিকেটের একটা বড় টুর্নামেন্টে ওয়েস্ট ইন্ডিজ কোয়ালিফাই করতে পারছে না, এর চেয়ে বাজে অবস্থা আর হতে পারে না। এটা খুবই কষ্টদায়ক ব্যাপার।‍‍`

বাছাই পর্ব শুরুর আগে হুপার বলেন, আমাদের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। বিষয়টি হচ্ছে আমাদের কি আরও অবনতি হতে পারে? হ্যাঁ, আমরা যদি বিশ্বকাপ খেলার জন্য কোয়ালিফাই করতে না পারি তাহলে আমাদের আরও অবনতি হবে। অস্ট্রেলিয়াতে আমি বসে বসে দেখেছি যে আমরা টি-টোয়েন্টিতে ভুগছি। এখন আমরা জিম্বাবুয়েতে।

হুপারের মতে, বাছাইপর্ব পার হতে পারলে ওযেস্ট ইন্ডিজ ক্রিকেটের মান আরও অবনতি হবে। তিনি যোগ করেছেন, ‍‍`অন্য দলের প্রতি কোন অসম্মান নেই তবে আমরা মার্কিন যুক্তরাষ্ট্র, নেপাল এবং স্কটল্যান্ডের বিরুদ্ধে খেলছি। এমনকি আফগানিস্তানও আমাদের চেয়ে এগিয়ে রয়েছে, আর বাংলাদেশ তো অনেক আগেই আমাদের চেয়ে অনেকটা এগিয়ে গেছে। সুতরাং, এটি উদ্বেগজনক। আমরা কি এর থেকেও নীচে যাব? হ্যাঁ, আমরা আরও নীচে যেতে পারি।‍‍`

 

বিএস/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ