• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

স্পেনের বিপক্ষে ক্রোয়েশিয়াকে এগিয়ে রাখছেন পেরিসিচ

প্রকাশিত: জুন ১৯, ২০২৩, ০১:২৮ এএম

স্পেনের বিপক্ষে ক্রোয়েশিয়াকে এগিয়ে রাখছেন পেরিসিচ

ছবি: সংগৃহীত

ক্রীড়া ডেস্ক

পরপর দুটি বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছে ক্রোয়েশিয়া। এটি সম্ভব হয়েছে লুকা মদ্রিচ, ইভান পেরিসিচদের মতো তারকা খেলোয়াড়ের কারণে। এবার উয়েফা নেশন্স লিগ ফাইনালে ক্রোয়েশিয়া। স্পেনের বিপক্ষের ওই ম্যাচে নিজেদের এগিয়ে রাখছেন ইভান।

রোববার (১৮ জুন) দিবাগত রাত পৌঁনে ১টায় ফাইনাল ম্যাচে মাঠে নামবে ক্রোয়েশিয়া ও স্পেন। এর আগে নিজেদের দল নিয়ে কথা বলেছেন ইভান পেরিসিচ।

ক্রোয়েশিয়ার খেলোয়াড় ইভান পেরিসিচ বলেন, ‘আমার অনেকেই দীর্ঘদিন ধরে একসঙ্গে খেলছি। এতে আমাদের মধ্যে বোঝাপড়া ভালো রয়েছে। আশা করছি সেজন্য স্পেনের বিপক্ষে আমরা এগিয়ে থাকব। কাতার বিশ্বকাপেও আমাদের দারুণ অভিজ্ঞতা রয়েছে।’

লড়াইটা অবশ্য সহজ হবে না মদ্রিচের দলের জন্য। প্রতিপক্ষে গতবারের ফাইনালিস্ট স্পেন। শক্তি-সামর্থ্য কিংবা আন্তর্জাতিক ট্রফি জয়ের অভিজ্ঞতা সবদিক থেকে ক্রোয়েশিয়ার থেকে এগিয়ে স্পেন। 

এখন পর্যন্ত ছয়বার মুখোমুখি হয়েছে এই দুই দল। তাতে চারবারই হেরেছে মদ্রিচের দল। তবে নেদারল্যান্ডসকে হারিয়ে ফাইনালে পা রাখা ক্রোয়েশিয়া আছে উড়ন্ত ফর্মে। তাই সুযোগ রয়েছে তাদের হাতেও।

 

জেকেএস/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ