• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

চমক রেখে ওয়ানডে সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

প্রকাশিত: জুন ১৭, ২০২৩, ০৮:৫৬ পিএম

চমক রেখে ওয়ানডে সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক

রেকর্ড ব্যবধানে টেস্ট জয়ের আনন্দের মাঝেই আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে রাখা হয়েছে চমক।

শনিবার (১৭ জুন) আফগানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। যেখানে দুবছর পর ফেরানো হয়েছে ওপেনার নাঈম শেখকে। দলে ফিরেছেন আফিফ হোসেন ধ্রুবও। এছাড়া আঙুলের ইনজুরির কারণে টেস্ট সিরিজ মিস করা সাকিব আল হাসানকেও রাখা হয়েছে স্কোয়াডে। 


বাংলাদেশ দল: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, আফিফ হোসেন ও নাঈম শেখ।


এডিএস/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ