• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

জোড়া সেঞ্চুরি করে ম্যাচসেরা শান্ত

প্রকাশিত: জুন ১৭, ২০২৩, ০৮:০২ পিএম

জোড়া সেঞ্চুরি করে ম্যাচসেরা শান্ত

ক্রীড়া ডেস্ক

সাম্প্রতিক সময়টা দারুণ কাটছে নাজমুল হোসেন শান্তর। টি-টোয়েন্টি, ওয়ানডে কিংবা টেস্ট; তিন ফরম্যাটেই রানের দেখা পাচ্ছেন তিনি। সবশেষ তিন ম্যাচে তিনটা সেঞ্চুরি করেছেন ২৪ বছর বয়সী তারকা। যার দুটো এসেছে সদ্য শেষ হওয়া আফগান টেস্টে। দুই ইনিংসে সেঞ্চুরি করে ম্যাচসেরাও হয়েছেন এই ব্যাটার।

মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে ৬ রানে এক উইকেট পড়ে যাওয়ার পর ব্যাটিংয়ে নেমেছিলেন শান্ত। সেখান থেকে দলকে শক্ত ভিত গড়ে দেন তিনি। আউট হওয়ার আগে ২৩ চার ও ২ ছয়ে করেন ১৪৬ রান। বাংলাদেশ শেষ পর্যন্ত করে ৩৮২ রান। জবাবে আফগানিস্তান প্রথম ইনিংসে অলআউট হয় ১৪৬ রানে।


দ্বিতীয় ইনিংসেও শান্ত অপ্রতিরোধ্য ছিলেন। ১৫১ বলে তার ব্যাট থেকে আসে ১২৪ রান। ইনিংসে ১৫টা চার হাঁকান তিনি। বাংলাদেশ ৪ উইকেটে ৪২৫ রান নিয়ে ইনিংস ঘোষণা করে। ফলে ৬৬২ রানের টার্গেট পায় সফরকারী দল। দ্বিতীয় ইনিংসে রহমত শাহরা ১১৫ রান করলে ৫৪৬ রানের বড় জয় পায় টাইগার বাহিনী।

তিন ফরম্যাট মিলিয়ে এ নিয়ে তিনটি ম্যাচসেরার পুরস্কার জিতেছেন শান্ত। সব কটিই ২০২৩ সালে। গত মার্চে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে প্রথমবার ম্যাচসেরা হয়েছিলেন তিনি। আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ১১৭ রান করে হন দ্বিতীয়বার ম্যাচসেরা।

তিন ফরম্যাট মিলিয়ে শান্ত এ বছর বাংলাদেশের সেরা ব্যাটার। ১৭ ম্যাচে ৮৪৩ রান এসেছে তার ব্যাট থেকে। এর মধ্যে ওয়ানডেতে ৪০৫, টেস্টে ২৭৪ ও টি-টোয়েন্টিতে ১৬৪ রান করেছেন তিনি। দ্বিতীয় স্থানে থাকা মুশফিকুর রহিম করেছেন ৬০৮ রান।


এডিএস/

আর্কাইভ