• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ভারত বিশ্বকাপে পাকিস্তান খেলবে কিনা, সিদ্ধান্ত নেবে সরকার

প্রকাশিত: জুন ১৭, ২০২৩, ০৫:৫৯ পিএম

ভারত বিশ্বকাপে পাকিস্তান খেলবে কিনা, সিদ্ধান্ত নেবে সরকার

ছবি: সংগৃহীত

ক্রীড়া ডেস্ক

ভারত-পাকিস্তানের রাজনৈতিক বৈরিতার ছাপ পড়েছে ক্রিকেটেও। এশিয়া কাপ নিয়ে সৃষ্ট ঝামেলার অবসান হলেও সমস্যার সমাধান হয়নি বিশ্বকাপের।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান নাজাম শেঠি জানিয়েছেন, বাবররা ভারতে বিশ্বকাপ খেলতে যাবে কিনা সে সিদ্ধান্ত নেবে তাদের সরকার।

বিশ্বকাপের বাকি চার মাসেরও কম। কিন্তু এখনো সূচি চূড়ান্ত করতে পারেনি বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা-আইসিসি। কারণ একটাই। এখনো ভারতে নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করেনি পাকিস্তান। পিসিবি জানিয়েছে, তাদের ইচ্ছার উপর খেলতে আসা বা না আসা কোনো কিছুই নির্ভর করছে না। পাকিস্তান সরকার তাদেরকে ভারতে খেলতে যাওয়ার ছাড়পত্র দিলে তবেই তারা বিশ্বকাপ খেলতে যেতে পারবে।

বিশ্বকাপের সূচি চূড়ান্ত করার আগে প্রতিটি দেশকে খসড়া সূচি পাঠানো হয়েছিল আইসিসির পক্ষ থেকে। সেটার প্রেক্ষিতে আইসিসিকে চিঠি লিখে নিজেদের বাধ্যবাধকতার কথা জানিয়েছে পিসিবি। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বোর্ডের চেয়ারম্যান নাজাম শেঠি।

তিনি বলেন, ‘আমরা আইসিসিকে চিঠি লিখে জানিয়েছি সমস্ত বিষয়টি। আমরা বিশ্বকাপের সূচির ব্যাপারে সম্মতি বা অসম্মতি দিতে পারব না। এই বিষয় আমাদের দেশের সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে। ভারতের যেমন পাকিস্তানে খেলতে আসতে চাইলে ওদের দেশের সরকারের অনুমতির প্রয়োজন, তেমনই আমাদের সরকার ঠিক করবে ভারতে খেলতে যাব কিনা।’

এবারের এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। কিন্তু সে দেশে কোনোভাবেই খেলতে যেতে রাজি হয়নি ভারত। দফায় দফায় আলোচনার পর অবশেষে হাইব্রিড মডেলেই আসর আয়োজন করতে বাধ্য হয়েছে পিসিবি। যেখানে দেশটির তুলনায় বেশি ম্যাচ হবে নিরপেক্ষ ভেন্যু শ্রীলঙ্কায়। পাকিস্তান আগেই হুঁশিয়ারি দিয়েছিল, ভারত না এলে তারাও যাবে না। যদিও দেশটির ক্রিকেট বোর্ড এখন আর সরাসরি সেটি বলছে না। তবে তারা জানাচ্ছে সবকিছুই নির্ভর করছে সরকারের ওপর।

বিসিসিআইয়ের পক্ষ থেকে আইসিসি যে খসড়া সূচি পাঠিয়েছিল, তাতে ১৫ অক্টোবর ভারত-পাকিস্তানের ম্যাচ হওয়ার কথা আছে গুজরাটের আহমেদাবাদ স্টেডিয়ামে। তবে শেষ পর্যন্ত বাবররা খেলতে গেলেও, ওই ভেন্যুতে খেলবেন কিনা সেটাও নাকি সরকার ঠিক বলে জানিয়েছেন নাজাম।

এ বিষয়ে নাজাম বলেন, ‘খেলতে গেলে কোথায় যাব তাও ঠিক করবে দেশের সরকার। গুজরাটের আহমেদাবাদে খেলতে আমরা রাজি কিনা, সেই সিদ্ধান্ত নওয়ার ক্ষমতাও আমাদের নেই। সময় এলে এটা আপনারা সবাই জানতে পারবেন যে আমরা ভারতে বিশ্বকাপ খেলতে যাচ্ছি কিনা। যদি খেলতে যাই তাহলে এরপরে সরকার সিদ্ধান্ত নেবে কোথায় আমরা খেলব। ভারতে ওয়ানডে বিশ্বকাপে আমাদের অংশগ্রহণ এই দু’টি গুরুত্বপূর্ণ শর্তের উপরে নির্ভর করছে।’

ফাঁস হওয়া খসরা সূচি অনুযায়ী, আসরের উদ্বোধনী ম্যাচ হবে ৫ অক্টোবর। আর ১৯ নভেম্বর ফাইনালের মধ্যে দিয়ে পর্দা নামবে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের।

 

জেকেএস/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ