প্রকাশিত: জুন ১৬, ২০২৩, ০৬:০৬ পিএম
গেল অর্ধযুগ ধরে সাদা বলের ক্রিকেটে নিজেদের অন্যভাবে চিনিয়েছে বাংলাদেশ। বিশেষ করে ওয়ানডে ফরম্যাটে নিজেদের ইতিহাসের সেরা সময়ই পার করেছে টাইগাররা। যদিও এখনো বৈশ্বিক বড় কোনো ট্রফি জিততে পারেনি। তবে এবার তেমনই বড় কিছুর আশা করছেন টাইগার প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
আজ (শুক্রবার) মিরপুরে ব্রডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে হাথুরু বলছিলেন, ‘আমরা এশিয়া কাপের রোডম্যাপ তৈরি করছি। বাংলাদেশ দল নিজেদের ইতিহাসের সেরা অবস্থানে আছে। আমাদের কাছে এমন কিছু করার সেরা সুযোগ রয়েছে যা বাংলাদেশ আগে করেনি। অন্যান্য দলও আমাদের মতোই প্রস্তুতি নেবে। কিন্তু আমাদের নিয়ন্ত্রণে যা আছে তাই আমরা করবো।’
এদিক নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ কিংবা হাসান মাহমুদ বা তাওহীদ হৃদয়রা রয়েছেন ফর্মের চূড়ায়। এর আগে হাথুরুর সময়েই অভিষেক হয়েছিল শান্ত-মিরাজের। যে কারণে কোচ বলছেন আস্থা অর্জনের কথা।
হাথুরু বলেন, ‘খুব সন্তোষজনক কারণ আপনি যখন কাউকে অভিষেক দেওয়ার কথা ভাবছেন, তখন আপনার তার প্রতি দৃষ্টি প্রয়োজন এবং অনেক কিছু বিবেচনায় নিতে হবে। আপনি আপনার বিচার এবং সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে আস্থা অর্জন করতে হবে যেখানে আমি স্বস্তি খুঁজে পাই।’
বিএস/