• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

আইপিএল জেতা বিশ্বকাপের চেয়েও কঠিন: সৌরভ গাঙ্গুলী

প্রকাশিত: জুন ১৩, ২০২৩, ১০:১৩ পিএম

আইপিএল জেতা বিশ্বকাপের চেয়েও কঠিন: সৌরভ গাঙ্গুলী

ক্রীড়া ডেস্ক

বিশ্বের জনপ্রিয়তম ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএল। ভারতের এই টুর্নামেন্ট ক্রিকেট নিয়ে মানুষের ধারনাই বদলে দিয়েছে। অবশ্য আন্তর্জাতিক ক্রিকেটের জন্য বড় হুমকি হিসেবেও বিবেচনা করা হচ্ছে আইপিএলকে। ভারতের ক্রিকেট বোর্ড আইপিএলের কল্যাণে আর্থিকভাবে ফুলে ফেঁপে উঠলেও মাঠের সাফল্যখরার পেছনেও আইপিএলের দায় দেখছেন অনেকেই। বিশেষ করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের হারের পর আইপিএলকে শূলে চড়াচ্ছে ক্রিকেটবিশ্ব।

শুভমান গিল, বিরাট কোহলিরা যখন আইপিএলে একের পর এক অবিশ্বাস্য ইনিংস খেলছিলেন তখন স্টিভ স্মিথ, প্যাট কামিন্সরা আইপিলের জাঁকজমক থেকে নিজেদের সরিয়ে রেখে প্রস্তুত হচ্ছিলেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য। দীর্ঘ দুই মাসের আইপিএল খেলে ওভালের ফাইনালে নামার আগে ২০-২৫ দিন সময় পেয়েছে ভারতীয়রা। ফাইনালে অস্ট্রেলিয়ানদের সামনে ভারতীয়দের ক্লান্তি বোঝা যাচ্ছিল স্পষ্ট। ম্যাচ হারের পর আকারে ইঙ্গিতে ভারতীয়রাও হারের দায় চাপিয়েছেন আইপিএলের ওপর। তাই আইপিএল ভারতের ক্রিকেটকে পিছিয়ে দিচ্ছে কিনা -উঠেছে এমন প্রশ্নও।

তবে এরই মাঝে ভারতের সাবেক অধিনায়ক ও বিসিসিআইয়ের এক সময়ের সভাপতি সৌরভ গাঙ্গুলী পক্ষ নিচ্ছেন আইপিএলের। আইপিএলের শিরোপা জেতাকে বিশ্বকাপ জেতার চেয়েও কঠিন বলছেন।


ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে সৌরভ বলেন, ‍‍`আইপিএল জেতা সহজ কোনো কাজ নয় কারণ এটি অনেক কঠিন টুর্নামেন্ট। আইপিএল জেতা বিশ্বকাপ জেতার চেয়েও কঠিন। কারণ এখানে ১৪টি ম্যাচ খেলার পর প্লে-অফে যেতে হয়। বিশ্বকাপে হয়ত ৪-৫ ম্যাচ খেলেই সেমিফাইনালে যাওয়া যায়। আইপিএলে চ্যাম্পিয়ন হতে হলে ১৭টি ম্যাচ খেলতে হয়।‍‍`

আইপিএলে পাঁচবার দলকে চ্যাম্পিয়ন করলেও জাতীয় দলকে এখনও শিরোপা এনে দিতে পারেননি রোহিত শর্মা। বিভিন্ন আসরে তার নেতৃত্বে ভারতের পরাজয়ের পর তার নেতৃত্বগুণ নিয়েও উঠছে প্রশ্ন। তবে সৌরভের এখনও পূর্ণ আস্থা রোহিতের ওপর।

তিনি বলেন, ‍‍`বিরাটের (কোহলি) পর যেমন অধিনায়ক দরকার ছিল সে হিসেবে রোহিতই সেরা পছন্দ। সে আইপিএলে পাঁচটি শিরোপা জিতেছে। আন্তর্জাতিক পর্যায়েও বেশ ভালো করেছে। সে সেরা অধিনায়ক। তার নেতৃত্বে আমরা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলেছি, যদিও হেরে গেছি।‍‍`

তিনি যোগ করেন, ‍‍`দুই বছর আগেও আমরা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হেরেছিলাম। সেবার আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল পর্যন্ত যেতে পেরেছিলাম। ফলে নির্বাচকরা (অধিনায়ক হিসেবে) এমন কাউকে বেছে নিলো যে সেরা পছন্দ হতে পারে।‍‍`


এডিএস/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ