• ঢাকা বৃহস্পতিবার
    ০৯ জানুয়ারি, ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

ভারত-পাকিস্তানের মধ্যে সমঝোতা চুক্তি

প্রকাশিত: জুন ১২, ২০২৩, ০২:৫০ এএম

ভারত-পাকিস্তানের মধ্যে সমঝোতা চুক্তি

ছবি: সংগৃহীত

ক্রীড়া ডেস্ক

এশিয়া কাপ নিয়ে জটিলতা কেটে গেছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নতুন প্রস্তাব মেনে নিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

এশিয়া কাপের আয়োজক পাকিস্তানই থাকছে। বাবর আজমরা তাদের ম্যাচগুলো ঘরের মাঠেই খেলবে। ভারতের ম্যাচগুলো হবে শ্রীলংকায়।

তবে ভারত ফাইনালে উঠলে ফাইনাল ম্যাচ হবে শ্রীলংকায়। আর যদি ভারত ফাইনালে না উঠে তাহলে ফাইনাল ম্যাচ হবে লাহোরে।

পিসিবির এই প্রস্তাবে রাজি হয়েছে বিসিসিআই। তাই অক্টোবর-নভেম্বরে ভারতে বিশ্বকাপ খেলার জন রাজি পাকিস্তান।

দৈনিক জাগরণের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান এখন ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে খেলতে রাজি হয়েছে। প্রতিবেশী দুই দেশের ক্রিকেট বোর্ড এনিয়ে সমঝোতা চুক্তিও করেছে।

এর আগে নিরাপত্তার কারণে আহমেদাবাদে খেলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল পাকিস্তান। তবে এশিয়া কাপ নিয়ে পিসিবির প্রস্তাবে বিসিসিআই রাজি হওয়ায় ভারতে বিশ্বেকাপে দল পাঠাতে রাজি পাকিস্তান। 

 

জেকেএস/

আর্কাইভ