• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

দ্রাবিড়ের সমালোচনায় পাকিস্তানের সাবেক ক্রিকেটার

প্রকাশিত: জুন ১০, ২০২৩, ০৯:৫৮ পিএম

দ্রাবিড়ের সমালোচনায় পাকিস্তানের সাবেক ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক

খেলুড়ে জীবনে রাহুল দ্রাবিড় ছিলেন ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা স্তম্ভ। অসংখ্যা রেকর্ড জড়িয়ে আছে তার নামের পাশে। ২০২১ সালে ভারত দলের কোচের পদে আসীন হন তিনি। কিন্তু দ্রাবিড় এই দায়িত্ব মোটেই পালন করতে পারছেন না বলে মনে করেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলি।

খেলোয়াড় দ্রাবিড়কে পছন্দ করেন, কিন্তু তার কোচিং কলা-কৌশল পছন্দ নয় বাসিতের। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল চলাকালীন এ সম্পর্কে বাসিত আলি বলেন, ‘আমি রাহুল দ্রাবিড়ের বড় ভক্ত। আগেও ছিলাম পরেও থাকব। ও ক্লাসি প্লেয়ার, লিজেন্ড।’


সাবেক পাক ক্রিকেটার যোগ করেন, ‘কোচ হিসেবে দ্রাবিড় জিরো। ভারত টার্নিং পিচ তৈরি করে। কিন্তু তারা যখন অস্ট্রেলিয়া সফরে যায়, তখন কি একই ধরনের উইকেট পায়?’

শুধু পিচ নিয়ে প্রশ্ন তুলেই চুপ থাকেননি বাসিত। তিনি বলেন, ‘ভারত যে মুহূর্তে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে, সেই মুহূর্তেই ম্যাচ হেরে গেছে। আর ভারত যেভাবে বোলিং করছে, তা আইপিএল স্ট্যান্ডার্ডের। লাঞ্চের সময়ে ভারতের বোলারদের বেশ খুশি খুশিই দেখাচ্ছিল, মনে হচ্ছিল যেন ভারত ম্যাচ জিতে গেছে। ওদের মাত্র ২-৩ জন ফিল্ডারকে ফিট মনে হয়েছে- রাহানে, কোহলি এবং জাদেজা।’


এডিএস/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ