• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ঢাকায় পৌঁছেছে আফগানিস্তান ক্রিকেট দল

প্রকাশিত: জুন ১০, ২০২৩, ০৬:১৬ পিএম

ঢাকায় পৌঁছেছে আফগানিস্তান ক্রিকেট দল

ছবি: সংগৃহীত

ক্রীড়া ডেস্ক

ঢাকায় পৌঁছেছে আফগানিস্তান ক্রিকেট দল। বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ খেলতে আজ সকালে ঢাকায় পা রাখে আফগানরা। ইনজুরির কারণে দলটির তারকা ক্রিকেটার রশিদ খানকে সফর সঙ্গী করতে পারেনি তারা। দলে নেই মুজিবুর রহমানের মতো স্পিনারও। 

শনিবার সকাল ১১টা নাগাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় আফগানিস্তান দলের প্রথম বহর। এই বহরে আফগান টেস্ট স্কোয়াডের ১০ ক্রিকেটার এসেছেন। এদিনই দলের দ্বিতীয় বহর ঢাকায় আসার কথা রয়েছে। এদিকে ঢাকা পৌঁছেই দলটি সরাসরি হোটেলের উদ্দেশে বিমানবন্দর ত্যাগ করে। 


রোববার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অনুশীলন করবে আফগানিস্তান দল। সিরিজের একমাত্র টেস্টটি মাঠে গড়াবে ১৪ জুন সকাল ১০টায়।

আফগানিস্তানের টেস্ট স্কোয়াড
হাসমতউল্লাহ শাহিদী (অধিনায়ক), রহমত শাহ, আফসার জাজাই, ইকরাম আলী খিল, ইব্রাহিম জাদরান, আব্দুল মালিক, বাহির শাহ, নাসির জামাল, করিম জানাত, জহির খান, ইজারুল্লাহক নাভিদ, হামজা হোতাক, ইব্রাহিম আব্দুল রাহিমজাই, ইয়ামিন আহমদজাই ও নিজাত মাসুদ।

 

জেকেএস/
 

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ