• ঢাকা বৃহস্পতিবার
    ০৯ জানুয়ারি, ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

কিশোর দাবাড়ুর ইতিহাস গড়া সাফল্য

প্রকাশিত: জুলাই ১, ২০২১, ০৮:২১ পিএম

কিশোর দাবাড়ুর ইতিহাস গড়া সাফল্য

ক্রীড়া ডেস্ক

মাত্র ১২ বছর বয়সে গ্রান্ডমাস্টার খেতাব অর্জন করে ইতিহাস গড়েছে অভিমন্যু মিশ্র। ভারতীয় বংশোদ্ভূত মার্কিন যুক্তরাষ্ট্রের এই কিশোর ১৫ বছরের গ্রান্ডমাস্টার লিও লুক মেন্ডোঙ্কাকে হারিয়ে এই কৃতিত্ব অর্জন করেছে।

অভিমন্যু বিশ্বের সর্বকনিষ্ঠ গ্রান্ডমাস্টার হওয়ার পথে ভেঙেছে ইউক্রেনের সার্জে কার্জাকিনের রেকর্ড। ২০০২ সালে মাত্র ১২ বছর ৭ মাস বয়সে গ্রান্ডমাস্টার খেতাব অর্জন করেছিলেন কার্জাকিন। দীর্ঘ ১৯ বছর পর এ রেকর্ডে ভাগ বসাল অভিমন্যু মিশ্র। গ্রান্ডমাস্টার খেতাব পাওয়ার দিন তার বয়স ছিল ১২ বছর ৪ মাস ২৫ দিন।

হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে এ রেকর্ডের জন্ম দেয় অভিমন্যু মিশ্র। এ দিন ভারতের ১৫ বছর বয়সী গ্রান্ডমাস্টার লিও লুক মেন্ডোঙ্কাকে হারায় সে। আর এতেই গ্রান্ডমাস্টার হওয়ার যোগ্যতা অর্জন করে অভিমন্যু।

ভারতীয় বংশোদ্ভূত অভিমন্যুর জন্ম ও বেড়ে ওঠা মার্কিন যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে। এর আগে মাত্র ১০ বছর ৯ মাস ২০ দিন বয়সে ইন্টারন্যাশন্যাল চেস মাস্টার (আইএম) খেতাব পায় সে।

২০০৯ সালের ৫ ফেব্রুয়ারি জন্ম নেয়া অভিমন্যু আইএম হওয়ার পথে ভারতীয় দাবাড়ু আর প্রজ্ঞানানন্দের রেকর্ড ভাঙে। প্রজ্ঞানানন্দ ১০ বছর ১০ মাস ১৯ দিন বয়সে আইএম খেতাব অর্জন করেছিলেন।

জেডআই/এম. জামান

আর্কাইভ