• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

১০ মিনিটেই শেষ আর্জেন্টিনার ম্যাচের টিকিট

প্রকাশিত: জুন ৬, ২০২৩, ০৬:৩০ পিএম

১০ মিনিটেই শেষ আর্জেন্টিনার ম্যাচের টিকিট

ছবি: সংগৃহীত

ক্রীড়া ডেস্ক

বিশ্বব্যাপী আর্জেন্টিনা জাতীয় দলের জনপ্রিয়তা আকাশচুম্বী। কাতার বিশ্বকাপে শিরোপা জেতার পর লিওনেল মেসির দলের এই জনপ্রিয়তা বেড়েছে আরও। তাই আর্জেন্টিনার ম্যাচ মানেই নিমেষেই টিকিট হাওয়া। চলতি জুনেই এশিয়ার মাটিতে দুটি প্রীতিম্যাচ খেলবেন মেসি-ডি মারিয়ারা। সে ম্যাচ নিয়ে এশিয়ার দর্শকদের আগ্রহ ছাড়িয়েছে মাত্রা।

আগামী ১৫ জুন বেইজিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি প্রীতিম্যাচ খেলবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যে ম্যাচের টিকিটের জন্য রাখা হয়েছে আকাশচুম্বী দাম। তাতে অবশ্য দর্শকদের আগ্রহে ভাটা পড়েনি বিন্দুমাত্র। তাই তো প্রথম দফা টিকিট ছাড়ার মাত্র ১০ মিনিটের মধ্যেই শেষ হয়ে গেছে সকল টিকিট। এমন তথ্যই জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম মুন্দো আলবিসেলেস্তে। তবে প্রথম দফায় ঠিক কী পরিমাণ টিকিট ছাড়া হয়েছিল তা জানানো হয়নি।

No description available.

এশিয়া সফরে হতে যাওয়া আর্জেন্টিনার দুটি প্রীতিম্যাচের প্রথমটি হবে বেইজিংয়ের ওয়ার্কাস স্টেডিয়ামে। প্রায় ৬৮ হাজার ধারণক্ষমতার স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই ম্যাচের টিকিটের দাম ঘোষণা হতেই শুরু হয় ব্যাপক শোরগোল। বিভিন্ন ক্যাটাগরির টিকিটের জন্য দর্শকদের সর্বনিম্ন ৮২ ডলার বা বাংলাদেশি টাকায় ৮,৭৫৩ টাকা থেকে সর্বোচ্চ ৬৮০ ডলার বা বাংলাদেশি টাকায় ৭২,৫৮৭ টাকা খরচ করতে হবে। এই দামেও সব টিকেট বিক্রি হয়ে গেছে।

No description available.

বেইজিংয়ে আর্জেন্টিনা–অস্ট্রেলিয়া ম্যাচের টিকিট হস্তান্তরযোগ্য নয়। টিকিটের সঙ্গে ক্রেতার ফটো আইডিও সংযুক্ত করে দেওয়া হচ্ছে। এরপরও চীনের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ‘উইচ্যাটে’ সবচেয়ে বেশি দামের টিকিট বাংলাদেশি মুদ্রায় প্রায় তিন লাখ টাকায় কেনার প্রস্তাব উঠেছে। বৃহস্পতিবার (৮ জুন) দ্বিতীয় দফায় টিকিট ছাড়া হবে।

এশিয়া সফরে পূর্ণ শক্তির দল নিয়েই আসছে আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপের দল থেকে শুধু বাদ পড়েছেন লাউতারো মার্টিনেজ ও পাওলো দিবালা, আর ইনজুরির কারণে দলে নেই লিসান্দ্রো মার্টিনেজ। বেইজিংয়ে এই ম্যাচের পর ১৯ জুন এশিয়া সফরে আর্জেন্টিনা দ্বিতীয় ম্যাচটি খেলবে ইন্দোনেশিয়ার বিপক্ষে।

কাতার বিশ্বকাপেও অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। শেষ ষোলোর সেই ম্যাচে এশিয়ার পরাশক্তিদের ২-১ গোলে হারিয়েছিল আলবিসেলেস্তেরা। ম্যাচে আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসি ও হুলিয়েন আলভারেজ গোল করেছিলেন। দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সে ম্যাচের পর ফের মুখোমুখি হচ্ছে দুদল।

বেইজিং মেসি, ডি মারিয়াদের হৃদয়ে বিশেষ জায়গা নিয়েই থাকবে। ২০০৮ সালে এখানেই আর্জেন্টিনা অনূর্ধ্ব ২৩ দলের হয়ে অলিম্পিক ফুটবলে স্বর্ণ জিতেছিলেন তারা। ফাইনালে সুপার ঈগল নাইজেরিয়াজকে ১-০ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। আর্জেন্টিনা ফাইনালে উঠেছিল সেমিফাইনালে ব্রাজিলকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে। সে ম্যাচে জোড়া গোল করেছিলেন মেসি।

 

জেকেএস/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ